খোলা বাজার২৪, বৃহস্পতিবার, ০৪ আগস্ট ২০১৬: : মুন্সীগঞ্জ সদর উপজেলার পঞ্চসার ইউনিয়নের দূর্গাবাড়ী এলাকায় পৃথক তিনটি কারখানায় অভিযান চালিয়ে ২ শত কোটি মিটার নিষিদ্ধ কারেন্ট জাল জব্দ করেছে ভ্রাম্যমান আদালত , যার মূল্য আনুমানিক ১ (এক) কোটি টাকা বলে জানান মৎস্য কর্মকর্তারা। বৃহস্পতিবার দুপুর ১১ টার সময় নির্বাহী ম্যাজিস্ট্রেট আসিফ আনাম সিদ্দিকী , উপজেলা মৎস্য কর্মকর্তা শাহাজাদা খসরু ও র্যাব ১১ এর শ্রীনগর ক্যাম্পের এএসপি মাসুদ এর নেতৃত্বে এ অভিযান পরিচালনা করা হয় । প্রথম অভিযান দূর্গাবাড়ী এলাকার জনি ফিশিং ইন্ডাষ্ট্রিজ লিঃ কারখানায় অভিযান চালিয়ে ১(এক) কোটি মিটার কারেন্টজাল জব্দ ও কারখানার মালিকের স্ত্রী রেহানা বেগমকে ৫ হাজার টাকা জরিমানা করেন। দ্বিতীয় অভিযানটি হয় একই এলাকার আড়ং ফিশিং নেট কারখানায় সেখান থেকে ৭০ লক্ষ মিটার কারেন্টজাল জব্দসহ কারখানার মালিকের অনুপস্থিতে তার স্ত্রী রেহানা বেগমকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়। অপরদিকে জোড় পুকুরপাড় এলাকায় কাদির ফিশিং নেট কারখানা থেকে ৩০ লক্ষ মিটার কারেন্টজাল জব্দ করেন এবং মালিক তাছলিমা বেগমকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়। নিষিদ্ধ কারেন্টজাল তৈরীর অভিযোগে পৃথক তিনটি কারখানায় অভিযান চালিয়ে সর্ব মোট ২ (দুই) কোটি মিটার কারেন্টজাল জব্দ ও তিনটি কারখানার মালিকপক্ষকে প্রত্যেককে ৫ হাজার টাকা করে মোট ১৫ হাজার টাকা জরিমানা করেন ভ্রাম্যমান আদালত। কারখানাগুলো থেকে জব্দকৃত ২ (দুই) কোটি মিটার নিষিদ্ধ মনোফিলামিন কারেন্টজাল জালগুলো জোড় পুকুর পাড় মাঠে নিয়ে যাওয়া হয়। পরে জব্দকৃত নিষিদ্ধ কারেন্ট জালগুলো ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে আগুনে পুঁড়িয়ে বিনিষ্ট করা হয়।