Mon. Aug 18th, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements

খোলা বাজার২৪, বৃহস্পতিবার, ০৪ আগস্ট ২০১৬: কুমার, নাটোর:নাটোরের নলডাঙ্গার হালতি বিলে নিষিদ্ধ বাদাই জালে মাছ ধরার দায়ে ১০ জেলেকে ৬ মাস করে কারাদন্ড দিয়েছে ভ্রাম্যমান আদালত। এ সময় উদ্ধারকৃত প্রায় ১০ লাখ টাকার বাদাই জাল আগুনে পুড়িয়ে বিনষ্ট করা হয় হয়েছে। সেই সাথে জব্দকৃত ইঞ্জিন চালিত ৪টি নৌকা উন্মুক্ত নিলামে বিক্রি করে সেই টাকা রাষ্ট্রীয় কোষাগারে জমা দেয়ার নির্দেশ দেওয়া হয়েছে। বৃহস্পতিবার সকালে ভ্রাম্যমান আদালতের বিচারক ও নলডাঙ্গা উপজেলা নির্বাহী কর্মকর্তা শারমিন আক্তার জাহান এই রায় প্রদান করেন।
নলডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোস্তফা কামাল ও এলাকাবাসী জানান, বৃহস্পতিবার ভোরে নলডাঙ্গা উপজেলার হালতি বিলের একাংশে নির্বাহী ম্যাজিষ্ট্রেট শারমিন আক্তার জাহানের নেতৃত্বে অভিযান পরিচালনা করা হয়। অভিযানকালে নিষিদ্ধ বাদাই জাল দিয়ে মাছ শিকার করার সময় ১০ জেলেকে আটক করা হয়। অভিযানে প্রায় ১০ লাখ টাকা মূল্যের তিনটি বাদাই জাল ও চারটি ইঞ্জিন চালিত নৌকা জব্দ করা হয়। পরে সকালে আটক ১০ জেলেকে ভ্রম্যমান আদালতের মাধ্যমে প্রত্যেককে ৬ মাসের কারাদন্ড দিয়ে জেল হাজতে প্রেরনের নির্দেশ দেন ভ্রাম্যমান আদালতের বিচারক। এছাড়া উদ্ধারকৃত বাদাই জাল পুড়িয়ে বিনষ্ট করা হয় এবং জব্দকৃত ৪টি নৌকা উন্মুক্ত নিলামে ৪৫ হাজার টাকায় বিক্রি করে রাষ্ট্রীয় কোষাগারে জমা প্রদান করা হয়। দন্ডপ্রাপ্তরা হলেন,উপজেলার করের গ্রাম এলাকার জহুরুল ইসলামের ছেলে জামিল হোসেন, মৃত রমজান আলীর ছেলে আতর আলী, রহমত উল¬াহর ছেলে মোমিন, নাছিম উদ্দিনের ছেলে রেজাউল ও জয় চন্দ্রের ছেলে লিটন কুমার, পূর্ব মাধনগর এলাকার নিশি চন্দ্র সাহার ছেলে প্রদীপ কুমার, আনন্দ কুমারের ছেলে বিশ্বজিৎ কুমার, নীরেন্দ্র নাথের ছেলে বীরেন্দ্র কুমার, ও সুনীল চন্দ্রের ছেলে সুব্রত এবং ঢাকঢোল ডাঙ্গাপাড়া গ্রামের বজলু মিয়ার ছেলে মামুন।

অন্যরকম