Tue. Apr 29th, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements

খোলা বাজার২৪, বৃহস্পতিবার, ০৪ আগস্ট ২০১৬: ঝিনাইদহ :ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার বেজপাড়া নামক স্থানে বৃহস্পতিবার দুপুরে বাস-ট্রাকের মুখোমুখি সংঘর্ষে ১০জন আহত হয়েছেন। এরমধ্যে ৫ জন কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

আহতরা হলেন, কালীগঞ্জের তৈলকুপ গ্রামের আক্তার হোসেনের ছেলে আসিব (৬), ঝিকতি গ্রামের রবিউল ইসলামের স্ত্রী পারুল (৪৭),এড়ালদা গ্রামের আব্দুল মজিদের ছেলে সাইফুল ইসলাম, সুটিয়া গ্রামের রবিউল ইসরামের মেয়ে ফারিয়া (১৮), কোটচাদপুরের সঞ্চয় কর্মকারের মেয়ে টুম্পা (১৯), খিলগাতি গ্রামের খোদাবক্স মৃধার ছেলে মনিরুজ্জাান (৭৪) সহ ১০ জন।

কালীগঞ্জ থানার সেকেন্ড অফিসার এসআই ইমরান হোসেন জানান, দুপুর ১টার দিকে কালীগঞ্জে বেজপাড়া নামক স্থানে ঝিনাইদহ থেকে খুলনাগামী রুপসা পরিবহনের একটি বাসের (পটুয়াখালী-ব-১১-০০০৯) সাথে ঝিনাইদহ গামী ট্রাকের (খুলনা মেট্রো-ট- ১১-০৯৫২) মুখোমুখি সংঘর্ষ হয়। এময় ট্রাকের চালক ও হেলপার, বাসের চালক ও হেলপারসহ ১০জন আহত হন।

খবর পেয়ে কালীগঞ্জ দমকল বাহিনীর কর্মীরা আহতদের উদ্ধার করে কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়।