Wed. Apr 30th, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements

45খোলা বাজার২৪, বৃহস্পতিবার, ০৪ আগস্ট ২০১৬: ঐক্যের অনুপযুক্ত বলে মন্তব্য করেছেন তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু।

তিনি বলেন, ৭১, ৭৫, ২১’শে আগস্ট ও দেশব্যপী সাম্প্রতিক জঙ্গি তাণ্ডবের এবং মানুষ পোড়ানোর মতো ভয়ংকর খুনের সিন্ডিকেট প্রধান খালেদা জিয়া গণতান্ত্রিক রাজনীতি ও জাতীয় ঐক্যের প্রক্রিয়ার জন্য অনুপযুক্ত।
বৃহস্পতিবার সকালে কুষ্টিয়ার ভেড়ামারা উপজেলা অডিটোরিয়ামে জঙ্গিবাদ, সন্ত্রাস ও গুপ্তহত্যার বিরুদ্ধে জনসচেতনতা সৃষ্টির লক্ষ্যে এক মতবিনিময় সভায় তথ্যমন্ত্রী সাংবাদিকদের এসব কথা বলেন।
তথ্যমন্ত্রী জঙ্গি অভিযান নিয়ে বিএনপি নেতাদের নেতিবাচক মন্তব্য সর্ম্পকে বলেন, আমরা রাজনৈতিক দল দমনে বিশ্বাসী নই। আমরা জঙ্গি ও সন্ত্রাস নির্মূলে অভিযান চালাচ্ছি। আমরা দেখছি, খালেদা জিয়া অতীতে যেমন যুদ্ধাপরাধী বাঁচানোর চেষ্টা করেছে, ৭১ ও বঙ্গবন্ধুর খুনিদের বাঁচানোর চেষ্টা করেছে, ঠিক তেমনি জঙ্গি অভিযান আটকানোর চেষ্টা করছে।
ইনু বলেন, শেখ হাসিনার সরকার সাংবিধানিক প্রক্রিয়া অব্যাহত রাখতে চায়, গণতান্ত্রিক প্রক্রিয়া রক্ষা করতে চায় এবং যথাসময়ে নির্বাচন করতে চায়।
জঙ্গিদের বিষয়ে তথ্যমন্ত্রী বলেন, এই মুহুর্তে রাষ্ট্রের বিরুদ্ধে অন্যায় যুদ্ধ চাপিয়ে দিয়েছে যে জঙ্গি সন্ত্রাসীরা তাদের নির্মূল অভিযানে আমরা কোন ছাড় দেব না।
ভেড়ামারা কলেজের অধ্যক্ষ শামছুল বারীর সভাপতিত্বে অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন নারী জোটের কেন্দ্রীয় আহবায়ক আফরোজা হক রিনা, কুষ্টিয়ার জেলা প্রশাসক সৈয়দ বেলাল হোসেন, পুলিশ সুপার প্রলয় চিসিম, জাসদের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক আবদুল আলীম স্বপন প্রমুখ।