Thu. Mar 13th, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements

খোলা বাজার২৪, বৃহস্পতিবার, ০৪ আগস্ট ২০১৬: রামপাল বাগেরহাট: রামপাল থানা পুলিশ জামায়াত নেতাসহ ৩ জনকে আটক করেছে । পুলিশ জানায়, নাশকতা চেষ্টার অভিযোগে উপজেলা জামায়াতের সদস্য শরাফপুর গ্রামের ইব্রাহিম হাওলাদারের পুত্র মোহাম্মাদ জিহাদুল ইসলাম (৩০) কে বৃহস্পতিবার দুপুর ১ টায় নিজ বাড়ী থেকে আটক করে। ওই দিন বিকাল দুপুর ১২ টায় গীলাতলা বাজার এলাকার শেখ ইলিয়াছ হোসেনের পুত্র রাসেল হোসেন (৩২) কে ইয়াবাসহ আটক করা হয়। সে দীর্ঘদিন ধরে ইয়াবাসহ বিভিন্ন প্রকার মাদকদ্রব্যের ব্যবসা করে আসছিল বলে পুলিশ দাবি করে। অপরদিকে কুমলাই গ্রামের ফারুক হাওলাদারের পুত্র ওয়ারেন্টভূক্ত আসামী সবদার হাওলাদার (২৫) কে পুলিশ আটক করে। এব্যাপারে রামপাল থানার ওসি মোঃ বেলায়েত হোসেন আটকের বিষয়টি নিশ্চিত করেন।