খোলা বাজার২৪,শুক্রবার, ৫ আগস্ট ২০১৬: কিশোরগঞ্জের শোলাকিয়ায় জঙ্গি হামলা মামলার আসামি শফিউল ইসলামসহ দুইজন ময়মনসিংহের নান্দাইলে র্যাবের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ নিহত হয়েছে। নিহত অপর জনের নাম আবু মোকাতিল বলে জানা যায়।
নান্দাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আতাউর রহমান বলেন, রাত সোয়া ১১ টার দিকে নান্দাইলে কিশোরগঞ্জ-ময়মনসিংহ মহাসড়কের পাশে ডাংগীর গ্রামে র্যাবের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ দুজন নিহত হন। এদের মধ্যে একজন হলেন শোলাকিয়ায় জঙ্গি হামলা মামলার আসামি শফিউল ইসলামের। অন্যজনের নাম আবু মোকাতিল। তবে তার বিষয়ে বিস্তারিত জানা যায় নি। এ ঘটনায় তিনজন র্যাব সদস্য গুলিবদ্ধ হয়েছে। তবে তাদের নাম জানা যায়নি।
এদিকে র্যাব সদরদপ্তরের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, শোলাকিয়ায় জঙ্গি হামলা মামলার আসামি শফিউল ইসলামসহ দুইজন র্যাবের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ নিহত হয়েছে । এ ঘটনায় র্যাবের তিন সদস্যও আহত হয়েছেন। ঘটনাস্থল থেকে দুটি মোটরসাইকেল, আগ্নেয়াস্ত্র, বোমা ও বিস্ফোরক উদ্ধার করা হয়েছে।