Wed. Apr 30th, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements

4খোলা বাজার২৪,শুক্রবার, ৫ আগস্ট ২০১৬:ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর উপজেলার কাশিনগর সীমান্তে সন্দেহজনক ঘোরাফেরার সময় ১৫ জনকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশে (বিজিবি ।

পরে তাদের ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর থানায় হন্তান্তর করা হয়।
আজ দুপুরে বর্ডার গার্ড ব্যাটালিয়ন ব্রাহ্মণবাড়িয়ার কাশিনগর সীমান্ত এলাকায় ১৫ জন অপিরিচত তরুণকে সন্দেহজনকভাবে ঘোরাফেরা করতে দেখে তাদের বিজিবির টহলরত সদস্যরা আটক করে।
আটককৃতদের মধ্যে সাউথ ইস্ট ইউনিভার্সিটির ৯ জন, আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির ১ জন, প্রাইম এশিয়া ইউনিভার্সিটির ১ জন, নর্দার্ন ইউনিভার্সিটির ১ জন, উত্তরা ইউনিভার্সিটির ১ জন, শ্যামলী পলিটেকনিক্যাল ইনস্টিটিউটের ১ জন এবং ব্রাহ্মণবাড়ীয়া সরকারী কলেজের ১ জন শিক্ষার্থী রয়েছেন।
সরাইল ১২ বর্ডার গার্ড ব্যাটালিয়ন জানান, তদন্ত সাপেক্ষে সীমান্ত এলাকার তাদের আগমণ সর্ম্পকে জানা যাবে।