খোলা বাজার২৪,শুক্রবার, ৫ আগস্ট ২০১৬:ঝিনাইদহের মহেশপুরের বাঘাডাঙ্গা সীমান্তের ওপারে বিএসএফের গুলিতে বাংলাদেশি গরু ব্যবসায়ী আলম হোসেন (২৫) নিহত হয়েছে।
নিহত ব্যক্তি চুয়াডাঙ্গা জেলার আলমডাঙ্গা উপজেলায় বাড়ি। বৃহস্পতিবার দিবাগত রাত অনুমান ৩টার দিকে এ ঘটনা ঘটে।
ঝিনাইদহ ৫৮ বিজিবির পরিচালক লে. কর্নেল তাজুল ইসলাম জানান, বাংলাদেশি ৫-৬ জন গরু ব্যবসায়ী বৃহস্পতিবার দিবাগত ৩টার দিকে ভারত থেকে গরু নিয়ে ফেরার পথে ভারতের ৫০০ গজ অভ্যন্তরে বর্নবাড়িয়া এলাকায় পৌঁছায়। এ সময় ভারতের বর্নবাড়িয়া ক্যাপের বিএসএফ তাদের লক্ষ্য করে গুলি ছুঁড়লে গরু ব্যবসায়ী আলম হোসেন গুলিবিদ্ধ হয়। সে সময় মুমূর্ষু অবস্থায় তার সঙ্গীরা তাকে বাংলাদেশের ভেতরে নিয়ে আসে। পরে চুয়াডাঙ্গা নিয়ে যাওয়ার পথে শুক্রবার সকাল সাড়ে ৮টার দিকে সে মারা মারা যায়।
লাশ নিহতের পরিবার নিয়ে গেছে বলে বিজিবি জানিয়েছে।