খোলা বাজার২৪,শুক্রবার, ৫ আগস্ট ২০১৬:রাতে শুরু হয়েছে ফুটবলের অলিম্পিক মিশন। আর শুরুতেই দ. আফ্রিকার সাথে গোলশূণ্য ড্র করে হোঁচট খেলাে নেইমারের ব্রাজিল।
পাঁচবার বিশ্বকাপ ও তিনবার ফিফা কনফেডারেশন্স কাপ জিতলেও কখনও অলিম্পিক ফুটবলে সাফল্য পায়নি ব্রাজিল।
ব্রাজিলিয়ায় স্তাদিও নাসিওনাল মানে গারিঞ্চাতে বৃহস্পতিবার ম্যাচের শুরু থেকে শেষ পর্যন্ত মাঠেও ছিলেন স্বাগতিক অধিনায়ক ও প্রতিযোগিতার সবচেয়ে বড় তারকা নেইমার। কিন্তু দলকে মূল্যবান জয় এনে দিতে পারেননি বার্সেলোনা তারকা।
৫৯তম মিনিটে দক্ষিণ আফ্রিকার ডিফেন্ডার মথোবি এমভালা দ্বিতীয় হলুদ কার্ড দেখে মাঠ ছাড়লে সুযোগ তৈরি হয় ব্রাজিলের। কিন্তু অনেকটা সময় এক জন বেশি নিয়েও কাক্সিক্ষত গোল করতে পারেনি গাব্রিয়েল জেসুস-গাব্রিয়েল বারবোসারা।
এছাড়া ‘এ’ গ্রুপের উদ্ভোধনী ম্যাচে ড্র করেছে ইরাক ও ডেনমার্ক। আর ‘ডি’ গ্রুপে আলজেরিয়ার বিপক্ষে ৩-২ গােলের জয় পেয়েছে হন্ডুরাস।