খোলা বাজার২৪,শুক্রবার, ৫ আগস্ট ২০১৬:অবৈধভাবে বসবাসের অভিযোগে রাজধানীর পল্লবী থেকে ৪৪ জন নেপালের নাগরিককে আটক করছে পুলিশ।
শুক্রবার রাতে পল্লবীর ৭ নম্বর সড়কের ১০৬০ নম্বর বাসা থেকে তাদের আটক করা হয়। আটককৃতদের নাম জানা যায়নি।
পল্লবী থানার অফিসার ইনচার্জ (ওসি) দাদন ফকির বিষয়টি নিশ্চিত করে বলেন, ভিসার মেয়াদ শেষ হয়ে যাওয়ার পরও অবৈধভাবে বাংলাদেশে বসবাস করছিলেন তারা। আটককৃতরা ট্যুরিস্ট ভিসায় এসেছিলেন।