খোলা বাজার২৪,শুক্রবার, ৫ আগস্ট ২০১৬: জঙ্গী ও নাশকতা বিরোধী সর্বদলীয় এক মতবিনিময় সভা আজ যশোরের কেশবপুর উপজেলার আবু শারাফ অডিটোরিয়ামে অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনপ্রশাসন প্রতিমন্ত্রী ইসমাত আরা সাদেক। এতে উপজেলার বিভিন্ন রাজনৈতিক দলের নেতা-কর্মী, জনপ্রতিনিধি, মুক্তিযোদ্ধা, শিক্ষক, সরকারি কর্মকর্তা-কর্মচারীসহ সমাজের সর্বস্তরের ব্যক্তি উপস্থিত ছিলেন।
এ সভায় জনপ্রশাসন প্রতিমন্ত্রী কেশবপুরকে জঙ্গীমুক্ত করতে সকলকে আহবান জানান। এসময় সকলে দাঁড়িয়ে হাত উঁচু করে দৃঢ় কণ্ঠে এ উপজেলাকে যেকোন মূল্যে জঙ্গী ও সন্ত্রাসমুক্ত রাখতে শপথ গ্রহণ করেন।
প্রতিমন্ত্রী বলেন, সাম্প্রদায়িক সম্প্রীতি এ দেশের সৌন্দর্য । কেশবপুরে এ সম্প্রীতি পরোপুরি বিরাজমান । এদেশে জঙ্গীবাদের কোন স্থান নেই । এ ধরনের সন্ত্রাসের বিরুদ্ধে আমাদের সম্মিলিতভাবে যুদ্ধ করতে হবে । এদের উৎখাত করতে না পারলে আমরা কেউই শান্তিতে বসবাস করতে পারব না । এরা ইসলামকে শিখন্ডি হিসেবে ব্যবহার করছে। জঙ্গীরা সমাজের ক্যান্সার এবং ইসলামের শত্রু ।
কেশবপুর উপজেলা নির্বাহী অফিসারের সভাপতিত্বে অনুষ্ঠিত এ সভায় অন্যান্যের মধ্যে বক্তৃতা করেন কেশবপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান, পৌর মেয়র, এ উপজেলার জাতীয় পার্টির সাধারণ সম্পাদক, পৌর বিএনপির সাধারণ সম্পাদক ও কেশবপুর উপজেলার ওয়ার্কার্স পার্টির সভাপতি ।