খোলা বাজার২৪, শুক্রবার, ৫ আগস্ট ২০১৬: তাপস কুমার, নাটোর: নাটোরের সিংড়ায় মোজাফফর আলী নামে সাবেক এক ইউপি সদস্য ও তার বড়ভাই হাসেম আলীকে কুপিয়ে হত্যা করেছে প্রতিপক্ষরা। এসময় মহসিন আলী নামে অপর সহোদর আহত হয়েছেন। শুক্রবার ভোরে উপজেলার দুই নম্বর ডাহিয়া ইউনিয়নের বড়গ্রামে এই ঘটনা ঘটে। নিহতরা উপজেলার বড়গ্রামের মৃত আব্দুস সোবহানের ছেলে।
নাটোরের পুলিশ সুপার শ্যামল কুমার মুখার্জী জানান, ডাহিয়া ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের সাবেক ইউপি সদস্য মোজাফফর আলীর সাথে গত নির্বাচন ও এলাকায় আধিপত্য বিস্তার নিয়ে বিরোধ চলে আসছিল বর্তমান ইউপি সদস্য ইউনুস আলীর। শুক্রবার ভোরে ইউনুস আলীর লোকজন মোজাফফর আলীর বাড়ীতে ধারালো অস্ত্র নিয়ে হামলা চালিয়ে তাকে বাড়ীর বাহিরে নিয়ে গিয়ে কুপিয়ে ও গুলি করে আহত করে। এসময় মোজাফফর আলীর চিৎকারে তার দুই সহোদর হাসেম আলী এবং মহসিন আলী তাদের বাধা দেয়। পরে হামলাকারীরা হাসেম আলীকে কুপিয়ে এক পা বিচ্ছন্ন করে ফেলে এবং মহসীন আলীকে কুপিয়ে রক্তাক্ত জখম করে পালিয়ে যায়। ঘটনাস্থলেই মোফাফফর আলী মারা যায়। পরে স্থানীয়রা এগিয়ে এসে আহত দুজনকে উদ্ধার করে স্থানীয় স্বাস্থ্য কমপে¬ক্সে ভর্তি করে। সেখানে তাদের অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করার পথে আহত হাসেম আলী মারা যায়। বর্তমানে অপর আহত মহসীন আলী নাটোর আধুনিক সদর হাসপাতালে চিকিৎসাধিন আছে। বর্তমানে এলাকায় পুলিশ মোতায়েন করা হয়েছে। এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য চার নারীকে আটক করেছে পুলিশ।