Wed. Apr 30th, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements

27খোলা বাজার২৪, শুক্রবার, ৫ আগস্ট ২০১৬:জঙ্গিবাদ মোকাবিলায় কোনো ধরনের বিভেদ নয়, বরং ভেদাভেদ ভুলে সবাইকে নিয়ে ঐক্য গড়ে তুলেই এই বিপদ থেকেই দেশ-সমাজকে রক্ষার করার পথ খুঁজতে হবে বলে মনে করেন নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের মেয়র ডা. সেলিনা হায়াৎ আইভী।

এ সময় কোমলমতি শিশুরা কেন এই বিপথে পা রাখছে, তার উৎস এবং নেপথ্যের মানুষদের খুঁজে বের করার ওপর জোর দেন এ আওয়ামী লীগ নেতা।
আজ শুক্রবার সকালে নারায়ণগঞ্জ উচ্চ বিদ্যালয়ে বাংলাদেশ মানবাধিকার কমিশনের ঢাকা দক্ষিণ বিভাগীয় সম্মেলন, ২০১৬-এর উদ্বোধন অনুষ্ঠানে এসব কথা বলেন মেয়র আইভী।
সংগঠনের জেলা সভাপতি অ্যাডভোকেট মাহবুবুর রহমান মাসুমের সভাপতিত্বে সম্মেলনে আরো উপস্থিত ছিলেন সংগঠনের মহাসচিব ড. সাইফুল ইসলাম দিলদার। এর আগে জাতীয় পতাকা উত্তোলন ও পায়রা উড়িয়ে সম্মেলনের উদ্বোধন করেন সিটি মেয়র।
সেলিনা হায়াৎ আইভী বলেন, ‘শুধু ইসলাম ধর্মকে কলুষিত করার জন্য, ইসলাম ধর্মকে জঙ্গিবাদী বানানোর জন্য আজকে সারা দেশে হামলা করা হচ্ছে। এই অপচেষ্টা বহুদিনের। সেখানে আমাদেরই প্রমাণ করতে হবে, ইসলামে জঙ্গিবাদের স্থান নেই।’
‘জঙ্গিবাদকে নির্মূল করতে হলে যারা আমাদের সন্তানদের বিপথগামী করছে, তাদের আগে ধরতে হবে। এখানে আওয়ামী লীগ-বিএনপি-জাতীয় পার্টি বিভেদ সৃষ্টি করলে হবে না। ভেদাভেদ ভুলে গিয়ে আমাদের সন্তানরা কেন বিপথগামী হচ্ছে, কী করছে সেদিকে খেয়াল রাখতে হবে।’
সিটি মেয়র আরো বলেন, ‘আমরা রাজনৈতিক প্রতিশোধপরায়ণ হয়ে আমাদের সন্তানদের যে বিপথগামী করে দিচ্ছি, সেটা যে একটা ভয়াবহ পরিণতি হবে, সেদিকে আমাদের লক্ষ রাখা উচিত। আমাদের যদি কাউকে মোকাবিলা করতে হয়, রাজনৈতিকভাবেই মোকাবিলা করা উচিত। আমাদের সন্তানদের বিপথগামী করা কোনো অবস্থাতেই উচিত না। এ জন্য আমাদের সবাইকে এগিয়ে আসতে হবে।’
মেয়র আরো বলেন, জঙ্গিবাদ নির্মূলের জন্য দরকার সাহস, সততা, নৈতিকতা ও ভেদাভেদ ভুলে যাওয়ার। কিন্তু সেটিই আমাদের নেই। আমাদের সাহস কমতে যায় তখনই, যখনই আমরা অন্যায় কাজ করতে থাকি, টাকার কাছে লোভী হয়ে যাই, কোনো রাজনীতিবিদের ক্ষমতার কাছে পরাজিত হই বা প্রশাসনের ভয়ে তটস্থ থাকি। তখনই আমরা পিছপা হয়ে যাই। এসব কারণে এখানে নানাভাবে গণতন্ত্রের অপব্যবহারও হচ্ছে।’
সরকারের নানা উন্নয়ন কর্মকাণ্ডের উল্লেখ করে মেয়র আইভী আরো বলেন, দেশের উন্নয়নকে বাধাগ্রস্ত করতে আজকে বিদেশিদের হত্যা করা হচ্ছে।