Tue. Apr 29th, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements

29খোলা বাজার২৪, শুক্রবার, ৫ আগস্ট ২০১৬:তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু বলেছেন, একত্তারের খুনী, পচাত্তরের খুনী এবং জঙ্গিরা একই চক্র, একই গোষ্ঠী। দেশদ্রোহী জঙ্গিরা রাষ্ট্র মানে না, ইসলাম মানে না। তারা দেশের ওপর মনগড়া ব্যবস্থা চাপিয়ে দিতে চাইছে। জঙ্গিরা ইসলামের ভাবমূর্তি ক্ষুণœ করছে। তারা দেশের বিরুদ্ধে অন্যায় যুদ্ধ ঘোষণা করেছে। সরকার জঙ্গিবাদ দমনে দৃঢ় প্রতিজ্ঞ।

মুক্তিযুদ্ধের সময়ের মতো সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহবান জানিয়ে তিনি বলেন, জঙ্গিরা দেশে যে অন্যায় যুদ্ধ চালাচ্ছে তা মোকাবেলা করতে হবে। এই যুদ্ধে জঙ্গিরা হয় আত্মসমর্পন করো অথবা ধংস হয়ে যাও। এই যুদ্ধে আমরা জঙ্গিদের এক চুলও ছাড় দেব না।
শুক্রবার দুপুরে খুলনার হোটেল সিটি ইন-এ জঙ্গিবাদ ও সন্ত্রাস প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে আয়োজিত মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তৃতায় তথ্যমন্ত্রী এসব কথা বলেন। বাংলাদেশ বেতার এই সভার আয়োজন করে।
সভায় সভাপতিত্ব করেন বাংলাদেশ বেতারের মহাপরিচালক এ কে এম নেছার উদ্দিন ভূঁইয়া। সভায় সংসদ সদস্য, উপাচার্য, বিভাগীয় কমিশনার, জেলা প্রশাসক, পুলিশ কমিশনার, ডিআইজি, র‌্যাব-৬ এর অধিনায়ক, সন্ত্রাস ও জঙ্গিবাদ প্রতিরোধ কমিটির নেতা, ইমাম পরিষদসহ বিভিন্ন পেশাজীবী সংগঠনের নেতারা উপস্থিত ছিলেন।