Tue. Apr 29th, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements
031941Pic-18 (1)খোলা বাজার২৪, শুক্রবার, ৫ আগস্ট ২০১৬: ফিলিপাইনের কেন্দ্রীয় ব্যাংক বাংলাদেশের কেন্দ্রীয় ব্যাংকের রিজার্ভ চুরির ঘটনায় সেখানকার রিজাল ব্যাংককে ২১ মিলিয়ন ডলার জরিমানা করেছে।
বার্তা সংস্থা রয়টার্স ফিলিপিন্সের কেন্দ্রীয় ব্যাংকের বিবৃতিকে উদ্ধৃত করে বলেছে এটিই তাদের সবচেয়ে বড় ধরনের জরিমানার ঘটনা।

অন্যদিকে রিজাল কমার্শিয়াল ব্যাংকিং কর্পোরেশন (আরসিবিসি) বলেছে তারা এক বছর সময়সীমার মধ্যেই জরিমানার টাকা পরিশোধ করবে।

নিউইয়র্কের ফেডারেল রিজার্ভ ব্যাংকের একাউন্ট থেকে বাংলাদেশের কেন্দ্রীয় ব্যাংকের রিজার্ভ থেকে ৮১ মিলিয়ন ডলার চুরির ঘটনার সাথে জড়িতরা রিজাল ব্যাংককেই চ্যানেল হিসেবে ব্যবহার করেছিলো।

ওদিকে ম্যানিলায় অবস্থানরত বাংলাদেশ ব্যাংকের একটি প্রতিনিধি দল বলছে চুরি হওয়া অর্থের একটি অংশ ফেরত পাওয়ার দ্বারপ্রান্তে রয়েছে তারা।

রয়টার্সেরই এক খবরে বলা হচ্ছে কর্মকর্তারা অন্তত ১৫ মিলিয়ন ডলার এখনি ফেরত পাবেন বলে আশা করছেন।

ফিলিপিন্সে বাংলাদেশের রাষ্ট্রদূত জন গোমেজ রয়টার্সকে বলেছেন এ অর্থ ফেরত পাওয়ার চূড়ান্ত পর্যায়ে রয়েছেন তারা।

যদিও ফিলিপিন্সের কর্মকর্তারা বলছেন বাংলাদেশকে নিয়মানুযায়ী প্রমাণ করতে হবে যে এ অর্থ তাদের