Thu. Mar 13th, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements

খোলা বাজার২৪, শুক্রবার, ৫ আগস্ট ২০১৬: ,চাঁপাইনবাবগঞ্জ: চাঁপাইনবাবগঞ্জের নাচোলে জিহাদী বই ককটেলসহ ৬শিবির নেতাকর্মীকে আটক করেছে পুলিশ। আটক ব্যাক্তিরা হলেন উপজেলার কসবা ইউনিয়নের করমজা গ্রামের মোশারফ হোসেনের ছেলে মোবারক হোসেন মিতুল(১৯) আশরাফুল ইসলামের ছেলে রুহুল আমিন (২০) ও খেড়িপাড়া গ্রামের তোসিরুল ইসলামের ছেলে আব্দুল ওয়াদুদ শিশির(২০)। এছাড়া নিয়ামতপুর উপজেলার মুন্দিখৈইর গ্রামের আব্দুস সাত্তারের ছেলে ইসাহাক আলী (২০), মুসলেম উদ্দিনের ছেলে লতিফুর রহমান (১৯), ও ইসমাইল হোসেনের ছেলে ফয়সাল(১৯)।
নাচোল থানার অফিসার ইনচার্জ ফাসিরুদ্দীন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, গত বৃহস্প্রতিবার রাত ৮ টায় নাচোল উপজেলা কসবা ইউনিয়নের বদ্ধাই চন্ডিপুর আলিম মাদ্রাসায় ৬ শিবির নেতাকর্মী গোপন বৈঠক করাছে এখবর পেয়ে পুলিশ সেখানে অভিযান চালিয়ে তাদের আটক করে। এসময় তাদের কাছে জিহাদী বই, টাকা আদায়ের রশিদ বই ,ইয়ানত আদায়ের রেজিষ্টার খাতা, লিফলেটসহ ৬টি ককটেল পাওয়া গেছে ।