Tue. Apr 29th, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements

খোলা বাজার২৪, শুক্রবার, ৫ আগস্ট ২০১৬: ঝিনাইদহ : ঝিনাইদহের শৈলকুপা উপজেলার দিগনগর গ্রামের আবু বক্কর বিশ্বাস (৭৫) নামে এক বৃদ্ধকে চাঁদা না দেওয়ায় পিটিয়ে যখম করা হয়েছে। এ ঘটনায় থানায় মামলা করা হলে মামলা তুলে নিয়ে হুমকি দেওয়া হচ্ছে বলে অভিযোগ পাওয়া গেছে।

এজাহার সুত্রে জানা গেছে, শৈলকুপা উপজেলার দিগনগর গ্রামের মৃত গোলাম পাঞ্জাতন বিশ্বাসের ছেলে আবু বক্কর বিশ্বাসের কাছে গত মঙ্গলবার ১ লাখ টাকা চাঁদা দাবী করে ওই গ্রামে ইমমাদুল বিশ্বাসের ছেলে মাসুম বিশ্বাস (৪০)।

টাকা দিকে অস্বীকার করলে ওই দিন বিকেলে মাসুম বিশ্বাস, একই গ্রামের আমিরুল ইসলাম, ফারুক বিশ্বাস, রহিম বিশ্বাস, রইচ বিশ্বাস বৃদ্ধ আবু বক্কর বিশ্বাসকে পিটিয়ে গুরতর আহত করে। সেখান থেকে তাকে উদ্ধার করে ঝিনাইদহ সদর হাসপাতালে ভর্তি করা হয়।

এ ঘটনায় তার ছেলে পলাশ উদ্দিন বিশ্বাস বাদী হয়ে শৈলকুপা থানায় একটি মামলা দায়ের করেন। শুক্রবার ঝিনাইদহ সদর হাসপাতালে বাদী পলাশ উদ্দীন অভিযোগ করেন, মামলা তুলে নিতে বার বার তাকে হুমকি রেদওয়া হচ্ছে।

তিনি জানান, চাঁদার দাবীতে আমার পিতাকে পিটিয়ে গুরতর আহত করা হয়েছে। মামলা করার পর এখন আসামীরা আমাদের বাড়ীতে যেতে দিচ্ছে না।