Tue. Apr 29th, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements

খোলা বাজার২৪, শুক্রবার, ৫ আগস্ট ২০১৬: : ঝিনাইদহের কালীগঞ্জের দুইটি গ্রামের ১৩০ টি পরিবার বিদ্যুতের আলোয় আলোকিত হলো। শুক্রবার দুপুরে উপজেলার নিয়ামতপুর ইউনিয়নের রঘুনাথপুর ও ভোলপাড়া গ্রামে এ বিদ্যুতের আনুষ্ঠানিকভাবে শুভ উদ্বোধন করা হয়।

৩০ লাখ টাকা ব্যায়ে ২.৩৮৩ কিলোমিটার এ বিদ্যুতায়নে শুভ উদ্বোধন করেন অনুষ্ঠানের প্রধান অতিথি ঝিনাইদহ-৪ আসনের সাংসদ সদস্য (এমপি) ও কালীগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আনোয়ারুল আজিম আনার। এতে দুইটি গ্রামের ১৩০ টি পরিবার বিদ্যুৎ সুবিধা পাবে।

বিদ্যুতায়নের উদ্বোধন অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন, পল্লি বিদ্যুৎ এর এজিএম সূর্য্য নারায়ন ভৌমিক, নিয়ামতপুর ইউনিয়ন পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান রাজু আহম্মেদ রনি লস্কার, এলাকা প্রধান আব্দুল গাফ্ফার, কালীগঞ্জ পল্লী বিদুত্যের সাব ইন্সপেক্টর শৈলন্দ্রনাথ বিশ্বাস।

অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, কোলা ইউনিয়নের চেয়ারম্যান আয়ুব হোসেন, উপজেলা ছাত্রলীগের সহ-সভাপতি আনিছুর রহমান মিঠু মালিথা, ইউনিয়ন যুবলীগের সভাপতি মাহবুবর রহমান, ইউনিয়ন আওয়ামী লীগের সাধারন সম্পাদক জাহিদ হোসেন, আওয়ামী লীগ নেতা নিতাইপদ সরকার, উজ্জল মৌলিক, মুক্তার মন্ডল, বিকাশ বিশ্বাস প্রমুখ।