খোলা বাজার২৪, শুক্রবার, ৫ আগস্ট ২০১৬: : ঝিনাইদহে শিক্ষানীতি-২০১০ ও প্রস্তাবিত শিক্ষা আইন-২০১৬ বাতিলের দাবী ও সারাদেশে সা¤প্রতিক হত্যাকান্ডের প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে ইসলামী আন্দোলন বাংলাদেশ।
এ উপলক্ষে আজ শুক্রবার বিকালে শহরের পুরাতন ডিসি কোর্ট চত্বর থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয়। মিছিলটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে পায়রাচত্বরে দিয়ে সমাবেশে মিলিত হয়। সে সময় ইসলামী আন্দোল বাংলাদেশ এর জেলা ও উপজেলা নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।
বক্তারা বলেন, ৯২% মুসলমানের এই দেশে শিক্ষানীতি হবে নাস্তিক্য, হিন্দুবাদী তা মেনে নেওয়া হবে না। তাই দ্রুত এই শিক্ষানীতি বাতিল করে পুর্বের শিক্ষানীতি বাস্তবায়ন করতে হবে।