Wed. Mar 12th, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements

খোলা বাজার২৪, শুক্রবার, ৫ আগস্ট ২০১৬: , শেরপুর : ব্র‏হ্মপুত্র নদেও পানি বৃদ্ধির ফলে শেরপুরের নকলা উপজেলার ৮নং চর অষ্টধর ও ৯ নং চন্দ্ররকোনা ইউনিয়নের নি¤œাঞ্চল প্লাবিত হয়ে কয়েক হাজার মানুষ পানি বন্দী হয়ে পড়েছে। বন্যার পানিতে বিদ্যালয় মাঠ তলিয়ে যাওয়ায় চন্দ্রকোনা ইউনিয়নের দধিয়ারচর চরমধুয়া দাখিল মাদ্রাসা, চিড়িয়া খাওয়া সরকারী প্রাথমিক বিদ্যালয়, দধিয়ার চর সরকারী প্রাথমিক বিদ্যালয়, অষ্ট্রধর ইউনিয়নের নারায়নখোলা পশ্চিম উচ্চ বিদ্যালয়, রেহার চর সরকারী প্রাথমিক বিদ্যালয়ের পাঠদান কার্যক্রম বন্ধ ঘোষনা করা হয়েছে। উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মো: আব্দুর রশিত এ তথ্য নিশ্চিত করেছেন। বন্যার কারণে রাস্তাঘাট ও ঘরবাড়িতে পানি ওঠায় কয়েক হাজার মানুষ জনদূর্ভোগ পোহাচ্ছে। চরাঞ্চলের বিভিন্ন সবজি ও মাছ চাষ প্রকল্প গুলো পানিতে তলিয়ে যাওয়ায় ব্যাপক ক্ষতি সাধন হয়েছে। চন্দ্রকোনা ইউনিয়ন চেয়ারম্যান জানান, এ ইউনিয়নের চর বেতমারী, রেহারচর, চরবাছুর আলগী, হাতীমারা, দধিয়ার চর এলাকার নি¤œাঞ্চল গুলোতে বন্যার পানিতে প্লাবিত হয়েছে। কিছু কিছু এলাকার রাস্তার উপর দিয়ে পানির তোড় বইছে। এসব এলাকার আমন চারা, সবজি পাটের ব্যাপক ক্ষতি হয়েছে। রেহারচর থেখে বাছুর আলগীর চরের দিকে প্রায় ২ কি: মি: মতো একটি নির্মানাধীন কার্পেটিং রাস্তাসহ একটি অসমাপ্ত ব্রীজের অংশ পানির নিচে তলিয়ে গেছে।