খোলা বাজার২৪ শনিবার, ৬ আগস্ট ২০১৬: , শেরপুর : শেরপুর শহরের বাগরাকসা এলাকার এক স্কুল ছাত্র পানিতে ডুবে মারা যায়। জানা যায়, আল বারাতু রাহাত (১২) ওই এলাকার গিয়াস উদ্দিনের ছেলে। সে শেরপুর ভিক্টোরিয়া একাডেমির ৬ষ্ঠ শ্রেণীর ছাত্র। নিহতের আত্মীয় সূত্রে জানা যায়, নিহত রাহাত শুক্রবার শেরপুর-জামালপুর বিশ্বরোড পোড়ার দোকান সংলগ্ন ডাইভারশনে তার বন্ধুদের সাথে বন্যার পানিতে গোসল করতে যায়। পরে একসময় সবার অজান্তে সে বন্যার পানিতে তলিয়ে যায়। বন্ধুরা খোঁজাখুজি করে তার সন্ধান না পেলে সাহায্যের জন্য শেরপুর ফায়ার সার্ভিসে খবর দেওয়া হয়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের ডুবুরী দলের অনেক চেষ্টায় বিকেলে নিহত রাহাতের লাশ উদ্ধার করে। শেরপুর সদর থানার এস আই আনসার ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, নিহতের লাশ তার পরিবারের কাছে হস্থান্তর করা হয়েছে।