Thu. Mar 13th, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements

13খোলা বাজার২৪ শনিবার, ৬ আগস্ট ২০১৬: তাকিহিকো নাকাও পুনরায় এশীয় উন্নয়ন ব্যাংকের (এডিবি) প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছেন। আগামী ২৪ নভেম্বর থেকে দ্বিতীয় মেয়াদের দায়িত্ব শুরু হবে। শুক্রবার (৫ আগস্ট) বিশ্বব্যাংকের সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ২০১৩ সালের ২৮ এপ্রিল নাকাও এডিবির প্রেসিডেন্ট হিসাবে দায়িত্ব গ্রহণ করেন। আগামী ৫ বছরের জন্য সংস্থাটির বোর্ডে সর্বসম্মতিক্রমে তিনি আবারও নির্বাচিত হয়েছেন।
নাকাও প্রথম মেয়াদে এডিবির স্ট্রাটেজি ২০২০ এর মধ্যবর্তী পর্যালোচনার মাধ্যমে তার কৌশল অগ্রাধিকার নির্ধারণ ও বাস্তবায়ন করেন। সেই সঙ্গে ঋণ ধারণ ক্ষমতাও বাড়িয়েছেন তিনি।
এছাড়া পাবলিক-প্রাইভেট পার্টনারশিপ অফিস প্রতিষ্ঠা, বিষয়ভিত্তিক দক্ষতা শক্তিশালী করণসহ প্রাতিষ্ঠানিক সংস্কার বাস্তবায়ন করেছেন।