খোলা বাজার২৪ শনিবার, ৬ আগস্ট ২০১৬ :ঢাকার ধামরাইয়ের আরালিয়া এলাকায় অভিযান চালিয়ে ৪০০ পিস ইয়াবাসহ তিন মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে পুলিশ। তাদের বিরুদ্ধে ধামরাই থানাসহ বিভিন্ন থানায় ডাকাতি, ছিনতাই, মাদকের বিভিন্ন মামলা রয়েছে। আজ শনিবার দুপুর ১২টার দিকে তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলেন ধামরাইয়ের উত্তর পাঠানটোলার আরশাদ আলীর ছেলে মাসুদ রানা বিপ্লব (২২), ওই এলাকার সেন্টু মিয়ার ছেলে সেলিম (৩৪) ও যাত্রাবাড়ী এলাকার রণজিতের ছেলে সীমান্ত ঘোষ (২১)।
ধামরাই থানার এসআই দিপঙ্কর রায় জানান, দুপুরে গোপন সংবাদের ভিত্তিতে আরালিয়া এলাকায় অভিযান চালানো হয়। এ সময় ৪০০ পিস ইয়াবাসহ তাদের গ্রেপ্তার করা হয়।