খোলা বাজার২৪ শনিবার, ৬ আগস্ট ২০১৬: কুমার, নাটোর: নাটোরের সিংড়ায় সাবেক ইউপি সদস্য মোজাফর হোসেন মোজাই ও তার ভাই হাছেন আলীকে কুপিয়ে ও গুলি করে হত্যার ঘটনায় বর্তমান ইউপি সদস্য ইউনুস আলীসহ ১৯ জনের নামে ও অজ্ঞাত আরো ১৫/২০ জনকে আসামী করে মামলা দায়ের করা হয়েছে। শনিবার দুপুরে নিহত মোজাফর হোসেন মোজাই স্ত্রী রাবেয়া বেগম বাদী হয়ে সিংড়া থানায় এই মামলা দায়ের করেন। এর আগে জিজ্ঞাসাবাদের জন্য আটক আসমা বেগমসহ ৪ নারীকে এই মামলায় গ্রেফতার দেখানো হয়েছে। গ্রেফতারকৃত অন্য তিনজন হচ্ছেন প্রতিপক্ষ ইউনুস মেম্বারের দুই স্ত্রী রেনুকা বেগম ও সাহেনা বেগম এবং প্রতিবেশী ইয়াসিনের স্ত্রী হালিমা বেগম।
সিংড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নাসির উদ্দিন মামলার বিষয়টি নিশ্চিত করে জানান, জিজ্ঞাসাবাদের জন্য আটক আসমা বেগমসহ ৪ নারীকে এজাহারভুক্ত আসামী হিসেবে গ্রেফতার দেখানো হয়েছে। অন্যান্য আসামীদের গ্রেফতারে পুলিশি অভিযান অব্যাহত রয়েছে।
উলে¬খ্য শুক্রবার ভোরে ইউনুস আলীর লোকজন মোজাফর হোসেন মোজাই বাড়ীতে ধারালো অস্ত্র নিয়ে হামলা চালিয়ে তাকে কুপিয়ে ও গুলি করে হত্যা করে। এসময় মোজাফর আলীর সহোদর হাছেন ্আলী ও মহসিন আলী তাকে বাঁচাতে গেলে দুর্বৃত্তরা তাদেরও রক্তাক্ত জখম করে পালিয়ে যায়। হাসপাতালে নেওয়ার পথে আহত হাছেন আলীর মৃত্যু হয়। আহত মহসিন আলী বর্তমানে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।