Wed. Apr 30th, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements

খোলা বাজার২৪ শনিবার, ৬ আগস্ট ২০১৬: পিরোজপুর : পিরোজপুর-১ আসনের আলোচিত এমপি ও জেলা আওয়ামীলীগের সভাপতি এ কে এম এ আউয়ালের বিরুদ্ধে সংবাদ সম্মেলন করেছে পিরোজপুর জেলা ছাত্রলীগ। বিভিন্ন সুত্রে জানা যায়, গতকাল শুক্রবার ঢাকার একটি হোটেলে পিরোজপুর জেলা ছাত্রলীগের বিরুদ্ধে নানা অভিযোগ তুলে এমপি এ কে এম আউয়াল সংবাদ সম্মেলন করেন এসময় অপপ্রচার ও বিভ্রান্তিমুলক তথ্য ছড়ানোর প্রতিবাদে শনিবার দুপুরে জেলা আওয়ামীলীগ কার্যালয়ে সংবাদ সম্মেলন করে জেলা ছাত্রলীগ। সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক খায়রুল ইসলাম মিঠু।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক খায়রুল ইসলাম মিঠু অভিযোগ করেন এমপি সাহেব ও তার ছেলে আব্দুর রহমানের ব্যাক্তিগত সব লোক জেলা ছাত্রলীগের নতুন কমিটিতে অর্ন্তুভূক্ত না হওয়ায় তিনি ক্ষিপ্ত হয়ে জেলা ছাত্রলীগের বিরুদ্ধে নানা অভিযোগ করছেন। এছাড়াও ইউনিয়ন পরিষদ নির্বাচনে দলীয় নৌকা প্রতীকের প্রার্থীদের বিপক্ষে তার নিজের পছন্দের আনারস মার্কার প্রার্থীর পক্ষে কাজ করা জন্য নির্দেশ ছিল এমপি সাহেবের। কিন্তু জেলা ছাত্রলীগ সে নিদের্শ না শুনে আওয়ামীলীগ নেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনার মনোনীত নৌকা মার্কার প্রার্থীদের পক্ষে কাজ করে। এতে চরম ভাবে ক্ষিপ্ত হয় এমপি আউয়াল সাহেব ও তার পরিবার। বাধা প্রাপ্ত হয় মনোনয়ন বানিজ্য। তাই জেলা ছাত্রলীগের বিরুদ্ধে এই বিভ্রান্তিকর তথ্য উপস্থাপন করে অপপ্রচার চালাচ্ছেন এমপি আউয়াল। ছাত্রলীগের সমান্তরালে এমপির ছেলে আব্দুর রহমান ইউনাইটেড রয়েল ক্লাব নামে একটি ক্লাব প্রতিষ্ঠা করে ছাত্রলীগের নেতাকর্মীদের ঐ ক্লাবের সদস্য হতে বাধ্য করতে চাইতেন বলেও অভিযোগ করেন তিনি।ঐ ক্লাবের সদস্য সাব্বির আহমেদ এর বিরুদ্ধে ইয়াবা সহ গ্রেফতার হয়ে কারাবাস করেছেন এবং ক্লাবের বিরুদ্ধে চাদাবাজির অভিযোগ রয়েছে।
সংবাদ সম্মেলনে এমপি আউয়ালের ঢাকায় করা সংবাদ সম্মেলনে সব অভিযোগ কে মিথ্যা দাবী করে ছাত্রলীগের সভাপতি শুভ্রজিৎ হালদার বাবু বলেন, জেলা ছাত্রলীগে একজন নেতাকর্মীও স্বাধীনতা বিরোধী, খুনি, মাদকসেবী বা অছাত্র নেই। এসময় এমপির বক্তব্যকে মিথ্যা দাবী করে তিনি সকল দালিলিক প্রমান উপস্থান করেন। তিনি এমপি কর্তৃক জেলা ছাত্রলীগের নেতাকর্মীদের অছাত্র বলার প্রতিবাদ করে উল্টো এমপি আউয়ালের শিক্ষাগত যোগ্যতা নিয়ে প্রশ্ন তোলেন এবং তার ছাত্রজীবনে ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটিতে কোন পদে ছিলেন কিনা তা নিয়ে সন্দেহ পোষন করেন।

এ সময় সংবাদ সম্মেলনে আরো উপস্থিত ছিলেন, ছাত্রলীগের সহ-সভাপতি রফিকুল ইসলাম মাসুদ, সানাউল্লাহ সানা, সুমন শিকদার, মেজবাহ উদ্দিন সাবু, মৃনাল দত্ত, জসিমউদ্দিন রায়হান, সোহেল উদ্দিন রুবেল, সরকারি সোহরাওয়ার্দী কলেজের ভিপি ও জেলা ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক এস এম বায়েজিদ হোসেন, যুগ্ম সাধারন সম্পাদক ইফতেখার মাহমুদ সজল, শিবলী সাদিক তপু, মহাইমিনুর রহমান অনিক, সাংগঠনিক সম্পাদক মোহাইমিনুল ইসলাম সাজিদ, জাকির হোসেন লাবু, শিবলী রহমান শুভ, জুনায়েদ আহমেদ রাসেল, শেখ সালমান, ক্রীড়া সম্পাদক জুৃবায়ের রেজা পরাগ, দপ্তর সম্পাদক সুপান্থ হালদার, গণযোগাযোগ ও উন্নয়ন বিষয়ক সম্পাদক অভিজিৎ রাহুল বেপারী, শিক্ষা ও পাঠচক্র সম্পাদক শুভদীপ সিকদার,ছাত্রী বিষয়ক সম্পাদক মৌসুমী আফরিন লোপা, গণ শিক্ষা সম্পাদক মো: সাকিব হাসান, উপ-গণ শিক্ষা সম্পাদক আক্তারুজ্জামান সজীব সহ ছাত্রলীগের সকল নেতৃবৃন্দ।