খোলা বাজার২৪ শনিবার, ৬ আগস্ট ২০১৬: বিএনপির ভাইস চেয়ারম্যানের পদ থেকে পদত্যাগ করেছেন মোসাদ্দেক আলী ফালু। পদ পাওয়ার সাড়ে ৪ ঘণ্টার মাথায় পদত্যাগ করলেন তিনি। শেষ কমিটিতে তিনি ছিলেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা।
বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া বরাবর এ পদত্যাগপত্রটি শনিবার (৬ আগস্ট) বিকেল সাড়ে ৪টার দিকে দলের নয়াপল্টনের কেন্দ্রীয় কার্যালয়ে পৌঁছে দেয়া হয়েছে।
বিএনপির দলীয় কার্যালয়ের সূত্র তার পদত্যাগপত্রটির কথা নিশ্চিত করেছেন।
পদত্যাগপত্রে বিএনপির ভাইস চেয়ারম্যান পদে মনোনীত করায় খালেদা জিয়ার প্রতি গভীর কৃতজ্ঞতা জানিয়ে ফালু লেখেন, ‘সম্পূর্ণ ব্যক্তিগত ও শারীরিক কারণে আমার পক্ষে ওইপদে থাকা সম্ভব হচ্ছে না। তাই নতুন কমিটির ভাইস চেয়ারম্যান পদ থেকে পদত্যাগের সিদ্ধান্ত নিয়েছি।’
পদত্যাগপত্রটি গ্রহণ করে ভাইস চেয়ারম্যানের পদ থেকে অব্যাহতি দেয়ার জন্য বিএনপি চেয়ারপারসনের প্রতি অনুরোধ জানিয়েছেন মোসাদ্দেক আলী ফালু।