খোলা বাজার২৪ শনিবার, ৬ আগস্ট ২০১৬: বাংলাদেশ ইসলামী ফ্রন্টের মহাসচিব এম এ মতিন বলেছেন, জঙ্গিরা তাবলীগ জামায়াতকে নিরাপদ হিসেবে ব্যবহার করছে। চিল্লার মোড়কে তারা তাবলীগ জামায়াতে ঢুকে পড়েছে।
ঢাকা রিপোর্টার্স ইউনিটির গোলটেবিল মিলনায়তনে শনিবার ‘ইসলামের নামে তথাকথিত জঙ্গিবাদ : কারণ ও প্রতিকার’ শীর্ষক গোলটেবিল আলোচনায় তিনি এ কথা বলেন। বাংলাদেশ ইসলামী ফ্রন্ট আলোচনা সভার আয়োজন করে।
এম এ মতিন বলেন, ‘জাকের নায়েকের কিছু ভুত সরকার ও প্রশাসনের মধ্যে রয়েছে। জঙ্গিবাদ সঠিকভাবে নিয়ন্ত্রণ করতে এদের খুঁজে বের করতে হবে।’
তিনি বলেন, ‘সুফিবাদী পীর মাশায়েক ও আলেম সমাজকে সুযোগ না দিলে জঙ্গিবাদের নিয়ন্ত্রণ করা যাবে না। সুফিবাদী আদর্শ দিয়েই ঘরে ঘরে জঙ্গিবাদ বিরোধী দুর্গ গড়ে তোলা যাবে। আল্লামা নুরুল ইসলাম ফারুকীর হত্যাকারীদের গ্রেপ্তারসহ জঙ্গিবাদ দমনে বৃহত্তর ঐক্য গড়ে তুলতে হবে।’
গোলটেবিল আলোচনায় অন্যদের মধ্যে বক্তব্য দেন বাংলাদেশ কল্যাণ পার্টির চেয়ারম্যান মেজর জেনারেল (অব.) সৈয়দ মুহাম্মদ ইবরাহিম, ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. এ কে এম সাইফুল ইসলাম খান, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. মোহাম্মদ আবদুল ওদুদ, প্রাক্তন সংসদ সদস্য গোলাম মওলা রনি, সাংবাদিক খন্দকার মোজাম্মেল হক, অ্যাডভোকেট আলী আযম প্রমুখ। সভাপতিত্ব করেন সংগঠনের চেয়ারম্যান আল্লামা এম এ মান্নান।
সভাপতির বক্তব্যে আল্লামা এম এ মান্নান বলেন, ‘জঙ্গিবাদ মোকাবেলার ক্ষেত্রে গোড়ায় গলদ আছে। এই গোড়ার গলদ দূর করতে হবে।’
তিনি বলেন, ‘জঙ্গিবাদ মোকাবেলায় দেশের সব নাস্তিক্যবাদী চর্চা বন্ধ করতে হবে। আহলে হাদিসের কর্মকাণ্ড নিষিদ্ধ করতে হবে। পিস টিভির চিহ্নিত আলোচকদের গ্রেপ্তার করতে হবে।’
লিখিত মূল বক্তব্যে অধ্যাপক আবু তালেব বেলাল বলেন, ‘ইসলামের বিরুদ্ধে কুৎসা রটনাকারীদের তালিকা তৈরি করে তাদের গ্রেপ্তার ও বিচারের মুখোমুখি করা এখন সময়ের দাবি।’
তিনি আরও বলেন, ‘জঙ্গির মতো মহাসংকট মোকাবেলায় প্রতিপক্ষকে ঘায়েলের গতানুগতিক ও বিরক্তিকর রাস্তা পরিহার করতে হবে। সেই সঙ্গে একটি গ্রহণযোগ্য সমঝোতায় ফিরে এসে আমাদের সংকট মোকাবেলার নীতি গ্রহণ করতে হবে।’
তিনি আরো বলেন, ‘গুলশান হামলার পর সন্ত্রাসবাদ দমনের বিষয়ে তথাকথিত জঙ্গিবাদ নামক সন্ত্রাসবাদের জনক দেশগুলোর অযাচিত সহযোগিতার প্রস্তাব বেড়েছে। কিন্তু কোনো অবস্থায় সন্ত্রাসীদের দমনের অজুহাতে বিদেশিদের বাংলাদেশে প্রবেশের সুযোগ দেওয়া যাবে না।’