খোলা বাজার২৪ শনিবার, ৬ আগস্ট ২০১৬: আব্দুর রহমান রাসেল,রংপুর: বাংলাদেশ অবসর প্রাপ্ত সরকারী কর্মচারী কল্যাণ সমিতি রংপুর জেলার শাখার দুই সদস্যসহ তিনের পবিত্র হজ্ব ব্রত পালনের লক্ষ্যে ১০আগষ্ট পবিত্র মক্কা শরীফের উদ্দ্যেশে রওনা হওয়ার প্রাক্কালে শনিবার তাদের সমিতির পক্ষ থেকে বিদায়ী সর্ম্বধনা প্রদান করা হয়।
বিদায়ী সদস্যরা হলেন, বাংলাদেশ অবসর প্রাপ্ত সরকারী কর্মচারী কল্যাণ সমিতি রংপুর জেলার শাখার অর্থ সম্পাদক আব্দুল জলিল,কার্যকরী সদস্য মোজাম্মেল হক ও তার সহ-ধর্মীনি।
বাংলাদেশ অবসর প্রাপ্ত সরকারী কর্মচারী কল্যাণ সমিতি রংপুর জেলার শাখার চেয়ারম্যান এস.আই কবীরের সভাপতিত্বে অনুষ্ঠিত বিদায়ী সর্ম্বধনা অনুষ্ঠানের বাংলাদেশ অবসর প্রাপ্ত সরকারী কর্মচারী কল্যাণ সমিতি রংপুর জেলার শাখার সাধারণ সম্পাদক মনোয়ার হোসেন, ভাইস চেয়ারম্যান আব্দুর রশিদ, সাকিনা বেগম ছবি, কার্যকরী সদস্য খালেদা ছৌধুরী, এ.কে.এম আজিজুল হক,হাফিজার রহমান, মোর্শেদা বেগম ও অফিস সহকারী জাভেদ সেলিম।
পরে বিদায়ীদের সুস্থ্যতা কামনা করে দোয়া ও মুনাজাত করা হয়