Wed. Apr 30th, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements

1খোলা বাজার২৪, রবিবার, ৭ আগস্ট ২০১৬: রাজশাহীর বাগমারা উপজেলার ঝিকরা এলাকায় পুলিশের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ এক যুবক নিহত হয়েছেন। গতকাল শনিবার দিবাগত রাত আড়াইটার দিকে এ ঘটনা ঘটে বলে পুলিশ জানিয়েছে।

জেলা গোয়েন্দা পুলিশের উপপরিদর্শক (এসআই) কাইয়ুম আজ রোববার সকালে এ তথ্য জানান। তিনি বলেন, ‘শনিবার দিবাগত রাত আড়াইটার দিকে বাগমারার ঝিকরা এলাকায় পুলিশের সঙ্গে বন্দুকযুদ্ধে ওই যুবক নিহত হন। তাঁর পরিচয় জানা যায়নি।’
ওই যুবক নিষিদ্ধঘোষিত জঙ্গি সংগঠন জামা’আতুল মুজাহিদীনের (জেএমবি) সদস্য বলে দাবি করেছে পুলিশ।
পুলিশ জানায়, আজ দুপুর ১২টার দিকে পুলিশ সুপারের কার্যালয়ে সংবাদ সম্মেলনে বিস্তারিত জানানো হবে।