ক্ষমতাসীন আওয়ামী লীগ, জাতীয় পার্টি-জাপা ও বিএনপি দলীয় প্রার্থীরা নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন। ইসি ঘোষিত তফসিল অনুযায়ী, দিনাজপুরের ঘোড়াঘাট, নীলফামারীর ডোমার, রংপুরের পীরগঞ্জ, পটুয়াখালীর গলাচিপা, নড়াইলের লোহাগড়া, টাঙ্গাইলের ঘাটাইল, বগুড়ার সোনাতলা ও পাবনার বেড়া পৌরসভায় ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। এ ছাড়া শরীয়তপুরের নড়িয়া পৌরসভার মেয়র পদে উপ-নির্বাচনসহ মানিকগঞ্জের সিংগাইর পৌরসভার ১ নম্বর ওয়ার্ডের সদস্য পদেও উপ-নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে।
নির্বাচন কমিশন সচিবালয়ের জনসংযোগ পরিচালক এস এম আসাদুজ্জামান জানান, ৯টি পৌরসভাতেই ক্ষমতাসীন দলের মেয়র পদে দলীয় প্রার্থী দিয়েছে। আর ৭টি পৌরসভায় বিএনপির প্রার্থীরা প্রতিদ্বন্দ্বিতা করছেন। শরীয়তপুরের নড়িয়ায় মেয়র পদে উপ-নির্বাচন ও নীলফামারীর ডোমার পৌরসভায় বিএনপির কোনো প্রার্থী নেই। আর জাতীয় পার্টি-জাপা শুধুমাত্র দিনাজপুরের ঘোড়াঘাট পৌরসভায় তাদের প্রার্থী দিয়েছে।
এ ছাড়া স্বতন্ত্র হিসেবে ২১ জনসহ এ নির্বাচনে মেয়র পদে মোট প্রতিদ্বন্দ্বিতা করছেন ৩৯ জন। আর সাধারণ সদস্য পদে ৩৩৭ ও সংরক্ষিত সদস্য পদে ৮২ জন প্রতিদ্বন্দ্বিতা করছেন। নীলফামারীর ডোমার পৌরসভার ৪ নম্বর ও পটুয়াখালীর গলাচিপা পৌরসভার ২ নম্বর সংরক্ষিত ওয়ার্ড কাউন্সিলর বিনাপ্রতিদ্বন্দ্বিতায় জয়ী হয়েছেন। এ সব পৌরসভার ৯১টি ভোট কেন্দ্রের ৫১৯টি ভোট কক্ষে ১ লাখ ৬৯ হাজার ৩৪২ জন ভোটার তাদের ভোট দিচ্ছেন বলে জানান ইসির জনসংযোগ পরিচালক।