প্রথম থেকেই আক্রমণাত্মক খেলে লিভারপুল। ফলও পায় খুব দ্রুত। খেলার মাত্র ১৫ মিনিটে গোল দিয়ে এগিয়ে যায় ইংলিশ ক্লাব লিভারপুল। নবাগত সাইদু মানে করেন প্রথম গোলটি।
খেলার ৪১ মিনিটে সুযোগ আসে বার্সার সামনে। তবে মুনির এল হাদ্দাদি সেটা কাজে লাগাতে ব্যর্থ হন। খেলার দ্বিতিয়ার্ধের প্রথম দিকে পর পর দুই গোল খেয়ে শেষ হয়ে যায় বার্সার ফিরে আসার সম্ভাবনা।
এর মধ্যে একটি আবার হয়ে যায় আত্মঘাতী গোল। নিজেদের বিপদমুক্ত করতে গিয়ে নিজেদের জালেই বল পাঠিয়ে দেন আর্জেন্টিনার অভিজ্ঞ খেলোয়াড় মাসচেরানো। এক মিনিট পরই আরেক গোল করেন লিভারপুলের দিভোক ওরিগি। ফল লিভারপুল ৩-০ বার্সা।
এদিন ভালো আক্রমণ করতেও ব্যর্থ হয় বার্সা। পাশাপাশি রক্ষণের ব্যর্থতা তো ছিলই। ৯০তম মিনিটে মার্কো গ্রুইচের গোলে একহালি গোল পুরা করে লিভারপুল। ইন্টারন্যাশনাল চ্যাম্পিয়ন্স কাপের প্রথম দুই ম্যাচে সেল্টিক ও লেস্টার সিটিকে যথাক্রমে ৩-১ ও ৪-২ গোলে হারায় বার্সা।