খোলা বাজার২৪,রবিবার, ৭ আগস্ট ২০১৬: ৫ জানুয়ারী জনগণের সঙ্গে বিশ্বাসঘাতকতার মাধ্যমে শাসন ক্ষমতায় এসে বর্তমান ক্ষমতাসীন গোষ্ঠী রাষ্ট্রীয়ক্ষমতা দীর্ঘস্থায়ী করার অপচেষ্টা অব্যাহত রেখেছে বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
শনিবার দুপুরে এক বিবৃতিতে সাতক্ষীরা জেলা শ্রমিক দলের সভাপতি ও শ্রমিক দলের কেন্দ্রীয় সহ-সাধারণ সম্পাদক আবদুস সামাদ সহ তিন জন নেতাকে গ্রেফতারের ঘটনায় নিন্দা জানিয়ে তিনি এ মন্তব্য করেন।মির্জা আলমগীর বলেন, ক্ষমতাসীনরা অতীত ইতিহাস ভুলে গেলেও আওয়ামী লীগ অন্ততঃ এটুকু অনুধাবণ করতে পারছে যে, জনগণের ওপর অত্যাচার নিপীড়ণের মাত্রা বৃদ্ধির কারণে এবার ক্ষমতা হারালে আগামীতে ক্ষমতায় আসার সুযোগ অত্যন্ত ক্ষীণ। এই চিন্তা মাথায় রেখেই বর্তমান শাসকগোষ্ঠী এখন বিরোধী দলের নেতা-কর্মীদের বিরুদ্ধে মিথ্যা মামলা দায়ের, গ্রেফতার এবং ক্রমাগত জুলুম নির্যাতনের পথ বেছে নিয়েছে।
তিনি বলেন, অতীত ইতিহাস সাক্ষ্য দেয়-জনগণের মৌলিক অধিকার হরণ এবং বিরোধী দলীয় নেতা-কর্মীদের ওপর অত্যাচার ও নিপীড়ণ নির্যাতন চালিয়ে কোন স্বৈরশাসকই রাষ্ট্রীয় ক্ষমতা দীর্ঘস্থায়ী করতে সক্ষম হয়নি, বর্তমান শাসকগোষ্ঠীও তাদের স্বপ্ন পূরণে ব্যর্থ হবে।
মির্জা আলমগীর অবিলম্বে সাতক্ষীরা জেলা জাতীয়তাবাদী শ্রমিক দলের সভাপতি ও শ্রমিক দলের কেন্দ্রীয় সহ-সাধারণ সম্পাদক আবদুস সামাদ সহ তিন জন নেতার নিঃশর্ত মুক্তির জোর দাবি জানান।