Wed. Apr 30th, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements

23খোলা বাজার২৪, রবিবার, ৭ আগস্ট ২০১৬: পুলিশের কাজে বাধা ও তথ্য গোপন করার অভিযোগে করা মামলায় কল্যাণপুরের জাহাজ বিল্ডিংয়ের মালিক মমতাজ পারভীনসহ পাঁচজনকে দুইদিনের রিমান্ড দিয়েছেন আদালত। রোববার ঢাকা মহানগর হাকিম খোরশেদ আলম শুনানি শেষে এ আদেশ দেন।

মামলার অপর চার আসামি হলেন- মালিকের ছেলে মাজহারুল ইসলাম, তাদের সহযোগী মাহফুজুল আনসার, মমিন উদ্দিন ও জাকির হোসেন।
এর আগে ২ আগস্ট মামলায় তাদের গ্রেফতার দেখিয়ে মামলা সুষ্ঠু তদন্তের জন্য দশ দিনের রিমান্ড আবেদন করেন মামলা তদন্তকারী কর্মকর্তা মিরপুর মডেল থানার পরিদর্শক (তদন্ত) সাজ্জাদুর রহমান। ঢাকা মহানগর হাকিম মাজহারুল ইসলাম রিমান্ড শুনানির জন্য রোববার দিন ধার্য করেন।
১ আগস্ট পুলিশের কাজে বাধা ও তথ্য গোপন করার অভিযোগে কল্যাণপুরের জাহাজ বিল্ডিংয়ের মালিক মমতাজ পারভীনসহ পাঁচজনের বিরুদ্ধে মামলাটি করেন মিরপুর মডেল থানার উপ-পরিদর্শক বজলার রহমান।
উল্লেখ্য, গত ২৬ জুলাই ভোরে কল্যাণপুরে জাহাজ বিল্ডিংয়ে যৌথবাহিনীর অভিযানে সন্দেহভাজন ৯ জঙ্গি নিহত হয়। এ ঘটনায় সন্ত্রাসবিরোধী আইনে একটি মামলা দায়ের করে পুলিশ।