Thu. Mar 13th, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements

28খোলা বাজার২৪, রবিবার, ৭ আগস্ট ২০১৬: প্রতি ঘনমিটার গ্যাসের সঞ্চালন ট্যারিফ (শুল্ক) ১৩৪ শতাংশ বাড়ানোর প্রস্তাব দিয়েছে দিয়েছে গ্যাস ট্রান্সমিশন কোম্পানি লিমিটেড (জিটিসিএল)।

সঞ্চালন ট্যারিফ ০.১৫৬৫ টাকা থেকে বাড়িয়ে নূন্যতম ০.৩৬৬৫ টাকা নির্ধারণের প্রস্তাব করেছে কোম্পানিটি। শুল্ক বৃদ্ধি প্রস্তাবের এ হার ১৩৪.১৮ শতাংশ।
রাজধানীর টিসিবি ভবনের অডিটরিয়ামে রবিবার (৭ আগস্ট) জিটিসিএলের আবেদনের পরিপ্রেক্ষিতে গণশুনানি চলছে। শুনানিতে উপস্থিত রয়েছেন বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশনের চেয়ারম্যান এনআর খান, সদস্য মাকসুদুল হক ও রহমান মুর্শেদ।
জিটিসিএল’র পক্ষে শুনানিতে কোম্পানির ব্যবস্থাপনা পরিচালক মাহবুব সারওয়ারসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত রয়েছেন। গণশুনানিতে ভোক্তাদের পক্ষে বক্তব্য রেখেছেন কনজ্যুমারস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ক্যাব)-এর জ্বালানি উপদেষ্টা অধ্যাপক ড. এম সামসুল আলম, ব্যবসায়ীদের প্রতিনিধি এফবিসিসিআই’র সভাপতি মাতলুব আহমেদসহ বিভিন্ন পেশা ও সংগঠনের প্রতিনিধিরা।