
কবির অটো এক্সপোর্ট কোম্পানি লিমিটেডের প্রেসিডেন্ট তাতিয়ামা কবির একজন সফল অটোমোবাইল ব্যবসায়ী হিসেবে পরিচিত। তিনি জাপান থেকে বিশ্বের বিভিন্ন দেশে অটোমোবাইল রপ্তানি করে থাকেন। তাতিয়ামা কবির জাপানের টয়োমা বিশ্ববিদ্যালয় থেকে জাপানি ভাষায় মাস্টার্স ডিগ্রি লাভ করেছেন।
এম বদিউজ্জামান একজন সুপ্রতিষ্ঠিত ব্যবসায়ী। তিনি দেশে ও বিদেশে বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠানের সঙ্গে জড়িত। তিনি সিঙ্গাপুর বিজনেস ফেডারেশন (এসবিএফ), টেক্সটাইল এন্ড ফ্যাশন ফেডারেশন (টিএএফএফ), সিঙ্গাপুর, ইন্টারন্যাশনাল বিজনেস ফোরাম অব বাংলাদেশ (আইবিএফবি) এবং রিহ্যাবের সদস্য।
বিশিষ্ট শিক্ষাবিদ ইমতিয়াজ আহমেদ ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে সমাজবিজ্ঞানে মাস্টার্স এবং আইন বিষয়ে ডিগ্রী লাভ করেন। পরবর্তীতে তিনি ইস্ট লন্ডন বিশ্ববিদ্যালয় থেকে পিজিসিই ডিগ্রি অর্জন করেন। ইমতিয়াজ আহমেদ বাংলাদেশ সুপ্রিম কোর্টের একজন তালিকাভুক্ত আইনজীবী এবং সিলেট জেলা বার এসোসিয়েশনের সদস্য।
মোহাম্মদ ইদ্রিস ফরাজী ইটালি প্রবাসি একজন স্বনামধন্য রেমিট্যান্স ব্যবসায়ী। রেমিট্যান্স ক্ষেত্রে বিশেষ অবদানের জন্য তিনি ২০০৬ সালে মাদার তেরেসা আন্তর্জাতিক পুরস্কার লাভ করেন। তিনি ২০১২ সালে বাংলাদেশ সরকার কর্তৃক সিআইপি নির্বাচিত হন।