Wed. Apr 30th, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements
খোলা বাজার২৪, রবিবার, ৭ আগস্ট ২০১৬: 20160807 - AIBL Training Pressবৈদেশিক বাণিজ্যে গ্রাহককে আরও উন্নততর সেবা প্রদানের অঙ্গীকার নিয়ে আল-আরাফাহ্ ইসলামী ব্যাংক লিমিটেড ট্রেনিং এন্ড রিসার্চ ইনস্টিটিউট আয়োজিত ‘ফরেন এক্সচেঞ্জ অ্যান্ড ইন্টারন্যাশনাল ট্রেড’ শীর্ষক ৩ দিনব্যাপী প্রশিক্ষণ কোর্স ৭ আগস্ট, রবিবার উদ্বোধন করা হয়। ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক মোঃ হাবিবুর রহমান প্রধান অতিথি হিসেবে কোর্সের উদ্বোধন করেন। ইনস্টিটিউটের প্রিন্সিপাল নুরুল ইসলাম খলিফা অনুষ্ঠানে সভাপতিত্ব করেন। এ সময় ফ্যাকাল্টি মেম্বার ও এসিস্ট্যান্ট ভাইস প্রেসিডেন্ট তৌহিদ সিদ্দিকী উপস্থিত ছিলেন। কোর্সে ব্যাংকের প্রধান কার্যালয় ও নির্ধারিত শাখা সমূহের বৈদেশিক বাণিজ্য ডেস্কের কর্মকর্তাগণ অংশগ্রহণ করেন।

প্রধান অতিথির বক্তব্যে ব্যবস্থাপনা পরিচালক মোঃ হাবিবুর রহমান ব্যাংকের সকল কর্মকর্তা-কর্মচারীদের বৈদেশিক বাণিজ্যের উপর বিশেষ গুরুত্ব প্রদানের নির্দেশ দেন। তিনি বলেন, বৈদেশিক বাণিজ্যের মাধ্যমেই একটি দেশের অর্থনীতি দৃঢ় হতে পারে। এ খাতে গ্রাহককে দ্রুততম সময়ে সর্বাধুনিক সেবা প্রদানের ক্ষেত্রে আল-আরাফাহ্ ইসলামী ব্যাংক লিমিটেড বদ্ধপরিকর। তিনি সকলকে দেশ ও জাতির স্বার্থে প্রশিক্ষণলব্ধ জ্ঞান কর্মক্ষেত্রে যথাযথ প্রয়োগের নির্দেশ প্রদান করেন।