খোলা বাজার২৪, সোমবার, ৮ আগস্ট ২০১৬: কুড়িগ্রামের রৌমারী উপজেলাকে মাদক মুক্ত করার দাবিতে বিক্ষোভ মিছিল,মানববন্ধন ও স্মারকলিপি প্রদান করেন উপজেলার বন্দবেড় গ্রাম মাদক মুক্ত আন্দোলন কমিটি। রোববার সকালে রৌমারী উপজেলা চত্বর থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে প্রেসক্লাব চত্বরে এসে রৌমারী ঢাকা সড়কে ঘন্টাব্যাপি মানববন্ধন কর্মসূচি পালন করা হয়। এতে বক্তব্য রাখেন উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার আলহাজ আঃ কাদের, মুক্তিযোদ্ধা সামছুল আলম,রৌমারী ইউনিয়ন আ’লীগের সভাপতি রাজু আহম্মেদ খোকা,যুবলীগ সভাপতি হারুনুর রশিদ হারুন ও কমিটি সভাপতি আবু সাঈদ।পরে উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবর স্মারকলিপি প্রদান করেন।