Tue. Apr 29th, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements
 13871708_763951693707893_1375665234_n

খোলা বাজার২৪, মঙ্গলবার,৯ আগস্ট ২০১৬:

কুড়িগ্রামের রৌমারী উপজেলার দাঁতভাঙা সীমান্তে ভারতীয় সীমান্ত রক্ষীবাহিনীর গুলি বর্ষণে নুরুল আমিন(৩২) নামে এক বাংলাদেশি দিনমজুর নিহত হয়েছেন। মঙ্গলবার ভোরে এ ঘটনা ঘটে।  বিজিবির পক্ষ থেকে এ ঘটনায় কড়া প্রতিবাদ জানানো হয়েছে। মঙ্গলবার ভোর রাতে ১০-১৫

উপজেলার দাঁতভাঙ্গা ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ড কাউন্সিলর মিজানুর রহমান ও দাতঁভাঙ্গা বিওপি কমান্ডার আঃ আজিজ জানান, আর্ন্তজাতিক সীমান্ত পিলার নং ১০৫৪ দিয়ে মঙ্গলবার ভোর রাতে ১০-১৫ জনের একটি দল ভারত থেকে গরু আনতে যায়। এ সময় ভারতের দ্বীপচর ক্যাম্পের বিএসএফ-৫৭ তাদের লক্ষ্য করে গুলি ছোড়ে। এতে ঘটনাস্থলেই খেতার চর গ্রামের মোকছেদ আলী মুন্সির পুত্র দিনমজুর নুরুল আমিন নিহত হয়। ঘটনাস্থল থেকে লাশটি বাড়ি নিয়ে আসা হয়েছে। বিজিবি তথ্য সংগ্রহ করেছে। পুলিশ এসে ময়নাতদন্তের জন্য লাশটি নিয়ে যাবে।

জামালপুর ৩৫ বিজিবি ব্যাটালিয়ন অধিনায়ক লে.কর্ণেল মোহাম্মদ রফিকুল হাসান পিএসসি জানান, সীমান্তে বিএসএফ দুই রাইন্ড গুলি করেছে এবং এক বাংলাদেশি নিহত হয়েছে। এ ছাড়াও বিজিবির পক্ষ থেকে বিএসএফকে প্রতিবাদ জানানো হয়েছে বলে জানান তিনি।