Thu. Mar 13th, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements
indexখোলা বাজার২৪, মঙ্গলবার,৯ আগস্ট ২০১৬:  নির্বাচিত হলে ডোনাল্ড ট্রাম্প হবেন যুক্তরাষ্ট্রের ইতিহাসে সবচেয়ে বেশি কাণ্ডজ্ঞানহীন প্রেসিডেন্ট। আসন্ন মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে রিপাবলিকান দলের এই প্রার্থীর বিরুদ্ধে এই মন্তব্য করেছেন খোদ দলেরই জাতীয় নিরাপত্তা বিশেষজ্ঞরা।
দলের সমর্থকদের উদ্দেশে লেখা ওই খোলা চিঠিতে স্বাক্ষর করেছেন রিপাবলিকান দলের ৫০ জন জাতীয় নিরাপত্তা বিশেষজ্ঞ। এদের মধ্যে মার্কিন কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা সিআইএর প্রাক্তন পরিচালক মাইকেল হেইডেনও রয়েছেন। স্বাক্ষরকারীরা ট্রাম্পকে ভোট না দেওয়ারও প্রত্যয় ব্যক্ত করেছেন। অবশ্য গত মার্চ মাসে এই স্বাক্ষরকারীরাই ট্রাম্পবিরোধী একটি চিঠিতে স্বাক্ষর করতে অস্বীকৃতি জানিয়েছিলেন।চিঠিতে ট্রাম্প প্রসঙ্গে বলা হয়েছে, যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হওয়ার মতো ‘চরিত্র, মূল্যবোধ ও অভিজ্ঞতা নেই’ ট্রাম্পের। রিপাবলিকান পার্টির যে পররাষ্ট্রনীতি রয়েছে, তা বিভিন্ন সময় লঙ্ঘন করেছেন ট্রাম্প।

এতে বলা হয়েছে, মুক্ত বিশ্বের নেতা হিসেবে তিনি (ট্রাম্প) যুক্তরাষ্ট্রের নৈতিক কর্তৃত্ব খর্ব করেছেন। যুক্তরাষ্ট্রের সংবিধান, আইন ও সরকারি প্রতিষ্ঠান সম্পর্কে তার প্রাথমিক জ্ঞানের অভাব রয়েছে, যার মধ্যে ধর্মীয় সহিষ্ণুতা, গণমাধ্যমের স্বাধীনতা এবং স্বাধীন বিচার বিভাগ রয়েছে।

এদিকে ওই চিঠির জবাবে ট্রাম্প তার সমর্থকদের উদ্দেশে বলেছেন, চিঠিতে যাদের নাম রয়েছে, তাদের কাছে মার্কিন জনগণের জানতে চাওয়া উচিত কেন বিশ্বের এই বেহাল দশা

তিনি বলেন, ‘তাদেরকে সামনে আসার জন্য আমরা ধন্যবাদ জানাই, যাতে এই দেশের প্রত্যেকে জানতে পারে বিশ্বকে এই বিপজ্জনক পরিস্থিতিতে ফেলার জন্য কারা দায়ী। তারা ক্ষমতা ধরে রাখতে প্রত্যাশী ওয়াশিংটনের ধনী শ্রেণি ছাড়া আর কেউ নয়। এখন সময় এসেছে কর্মকাণ্ডের জন্য তাদেরকে দোষী সাব্যস্ত করার।’