সোমবার আনুমানিক রাত ৮টায় জুরাইন মিষ্টি গলির শিশু কবরস্থান সংলগ্ন এলাকায় টুটুলকে ছুরিকাঘাত করা হয়। পরে রাত ১০টার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থান তার মৃত্যু হয়।
নিহত টুটুলের মা আয়েশা হক জানান, কদমতলীর মুরাদপুর রোডের ১০৩ নম্বর বাড়িতে বাস করেন তারা। গত পরশু (শনিবার) টুটুলের বড় ভাই রেজার একটি মোবাইল ফোন হারিয়ে যায়। সন্দেহ করা হয় এলাকার দুই বখাটে জনি ও লিটন ফোনটি চুরি করেছে। সোমবার রাতে শিশু কবরস্থানের কাছে জনি ও লিটনকে দেখতে পায় টুটুল। ওই দুই বখাটেকে বড় ভাইয়ের মোবাইলটি ফেরত দেওয়ার জন্য চাপ দেয় সে। এ নিয়ে বাদানুবাদের সৃষ্টি হলে এক পর্যায়ে টুটুলকে ছুরিকাঘাত করে জনি ও লিটন। গুরুতর আহত অবস্থায় ঢাকা মেডিকেলে নেওয়া হলে রাত ১০ টার দিকে সেখানে চিকিৎসাধীন অবস্থায় টুটুলের মৃত্যু হয়।
ঢাকা মেডিকেল পুলিশ ক্যাম্পের ইনচার্জ এস আই বাচ্চু মিয়া জানান, টুটুলের লাশ বর্তমানে হাসপাতালের মর্গে রয়েছে।