খোলা বাজার২৪, মঙ্গলবার, ৯ আগস্ট ২০১৬: ‘সজীব ওয়াজেদ জয় লীগ’ নামের সংগঠনের সঙ্গে বাংলাদেশ আওয়ামী লীগ ও তার সঙ্গে কোনো সম্পর্ক নেই।
সোমবার বাংলাদেশ সময় পৌনে ১০টায় প্রধানমন্ত্রীর তথ্য প্রযুক্তিবিষয়ক উপদেষ্টা সজীব ওয়াজেদ জয় তার ফেসবুক ওয়ালে এ বিষয়টি স্পষ্ট করেছেন।
প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনার পুত্র সজীব ওয়াজেদ জয় তার ফেসবুক ওয়ালে উল্লেখ করেছেন, ‘আশা করি সবাই ভাল আছেন। আমি ভালোভাবেই ওয়াশিংটনে পৌঁছেছি। একটা খবর আমার নজরে এসেছে যে, কেউ ‘সজীব ওয়াজেদ জয় লীগ’ খুলে বসেছে।’
তিনি লেখেন, ‘এই লীগ পুরোপুরি অননুমোদিত এবং আমার ও বাংলাদেশ আওয়ামী লীগের সঙ্গে এর কোনো সম্পর্ক নেই।’
জয় আরও লেখেন, ‘আমার পরিবার এবং আমি চাই না যে, অহেতুক আমাদের পরিবারের নাম ব্যবহার হোক। এতে কেবলই আমাদের দল এবং পরিবারের ভাবমূর্তি, বিশেষ করে আমার পিতামহ জাতির পিতা বঙ্গবন্ধুর ভাবমূর্তি ক্ষতিগ্রস্ত হয়।’
প্রসঙ্গত, এর আগে সংবাদমাধ্যমে ‘সজীব ওয়াজেদ জয় লীগ’ নামে একটি ব্যানারকে কেন্দ্র করে সংবাদ প্রকাশিত হয়। এরই পরিপ্রেক্ষিতে সজীব ওয়াজেদ জয় সোমবার ফেসবুকে তার অবস্থান পরিষ্কার করলেন।