খোলা বাজার২৪, মঙ্গলবার, ৯ আগস্ট ২০১৬: স্বাগতিক ব্রাজিলকে রিও অলিম্পিকের প্রথম সোনা এনে দিয়েছেন রাফায়েল সিলভা। গেমসে তৃতীয় দিনে জুডোতে মেয়েদের ৫৭ কেজি ওজনশ্রেণির ফাইনালে জিতেছেন এই জুডোকা।
সোমবার র্যাংকিংয়ের সেরা মঙ্গোলিয়ার সুমিইয়া দোরসুরেনকে হারিয়ে সেরা হন সিলভা।
চার বছর আগে লন্ডন অলিম্পিকে নিয়ম ভাঙায় শুরুর দিকের রাউন্ড থেকেই ডিসকোয়ালিফাইড হয়েছিলেন সিলভা।
২০১২ অলিম্পিকের সোনা জয়ী জাপানের কাওরি মাতসুমোতো ও পাঁচবারের ইউরোপিয়ান চ্যাম্পিয়ন পর্তুগালের তেলমা মনতেইরো ব্রোঞ্জ জেতেন।
জুডোতে সোনার খরা কাটলো জাপানের
পুরষ ৭৩ কেজি ওজনশ্রেণিতে সোনা জিতেছেন জাপানের শোহেই ওনো। এর মধ্য দিয়ে অলিম্পিকে দেশটির পুরুষ জুডো দলের সোনার পদকের খরা কাটলো।
ফাইনালে আজারবাইজানের রুস্তাম ওরুয়োভকে হারিয়ে সেরা হন ২৪ বছর বয়সী ওনো।
২০০৮ সালের বেইজিং অলিম্পিকের পর থেকে এই প্রথম জাপানের পুরুষ জুডো দলের কেউ সোনা জিতল।
২০১২ সালে লন্ডন অলিম্পিকে জুডোতে জাপান মাত্র একটি সোনা জিতেছিল, এই ক্রীড়ার জন্মস্থান দেশটির জন্য যা লজ্জার ধরা হয়।