খোলা বাজার২৪, মঙ্গলবার, ৯ আগস্ট ২০১৬: বাগেরহাটের মোরেলগঞ্জ পল্লীর ইদ্রিস তালুকদারের মেয়ে স্কুল ছাত্রী রুনা আক্তার ক্যান্সারে আক্রান্ত হয়ে মৃত্যু পথযাত্রী। ২০১৪ সাল থেকে তার চিকিৎসায় ব্যয় হয়েছে বিপুল অর্থ। দেশে- বিদেশে চিকিৎসার খরচ যোগাতে গিয়ে তার পরিবার আজ নিঃস্ব প্রায়। বর্তমানে দেশের বাইরে তার চিকিৎসা চলছে। কিন্তু’ এই বিশাল চিকিৎসা ব্যয় বহন করা তাঁর দারিদ্র পিতা ও পরিবারের পক্ষে অসম্ভব হয়ে পড়েছে । স্কুল ছাত্রী রুনাকে বাঁচাতে দেশের বিত্তশালী ও হৃদয়বান মানুষের নিকট আর্থিক সাহায্যের আবেদন জানিয়েছেন তাঁর পরিবার।চিকিৎসার টাকা জোগাড় করতে গিয়ে তিনি নি:স্ব হয়ে পড়েছেন। তিনি তার মেয়ের চিকিৎসার জন্য সমাজের বিত্তবানদের কাছে আর্শীবাদ, দোয়া ও সাহায্য প্রার্থনা করছেন। সাহায্যের আবেদন জানিয়েছেন বেসরকারী স্কুল সমিতির শিক্ষক, কর্মকর্তা, কর্মচারি, ছাত্র-ছাত্রী ও রুনার বন্ধুরা। সাহায্য পাঠাবার ঠিকানা রুনা আক্তার পিতা-ইদ্রিস তালুকদার ,যার বিকাশ নম্বর=০১৭৬৫১৬৮১৯৯।