খোলা বাজার২৪, মঙ্গলবার, ৯ আগস্ট ২০১৬: , শেরপুর : শেরপুরে রূপা আক্তার (১৫) নামের এক গৃহকর্মীর লাশ উদ্ধার করা হয়েছে। আজ বুধবার শহরের নারায়নপুর এলাকা থেকে ওই গৃহকর্মীর লাশ উদ্ধার করা হয়। ওই ঘটনায় গৃহকর্তী সালমা জাহান সাথীকে আটক করেছে পুলিশ। গৃহকর্মী রুপা শ্রীবরদী উপজেলার পশ্চিম ঝিনিয়া গ্রামের সোবাহান আলীর মেয়ে। শেরপুর সদর থানার এস আই শহিদুজ্জামান জানান, আমরা খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে আটককৃত সাথীর বাড়ীর বারান্দায় লাশ নামানো অবস্থায় পেয়েছি সুরতহাল করা হচ্ছে তদন্ত শেষে বিস্তারিত বলা যাবে। তবে এলাকাবাসী জানিয়েছে এর আগেও এই গৃহকর্তী অন্য একটি কাজের মেয়েকে নির্যাতনের অভিযোগে হাজতবাস করেছেন। অন্যদিকে মৃত্যু গৃহকর্মীর মা’র অভিযোগ, তার মেয়েকে মেরে ফলে বাঁচার জন্য ফাঁসিতে ঝুলিয়ে রেখেছে ওই গৃহকর্মী। আমি এর বিচার চাই। শেরপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ নজরুল ইসলাম ঘটনার সত্যতা স্বীকার করেছেন।