Wed. Apr 30th, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements

খোলা বাজার২৪, মঙ্গলবার, ৯ আগস্ট ২০১৬: টঙ্গীবাড়ী উপজেলার ধামারন গ্রামের বিল্লাল মাদবর এর বাড়ির সামনে হতে সোমবার রাত ১টার দিকে আমেরিকার তৈরী অত্যাধুনিক পিস্তল ও ৫ রাউন্ড গুলিসহ ১জনকে আটক করেছে টঙ্গীবাড়ী থানা পুলিশ। আটককৃত শাহিন সেখ (৪০) সদর উপজেলার ডেকরাপাড়া গ্রামের আব্দুল সালাম সেখের ছেলে। এ সময় তার সহযোগী টঙ্গীবাড়ী উপজেলার ধামারন গ্রামের জাবেদ আলী সেখের ছেলে আক্তার সেখ (৩০) পালিয়ে গেছে। এ ঘটনায় ওই ২ জনকে আসামী করে অস্ত্র আইনে টঙ্গীবাড়ী থানায় মামলা দায়ের করা হয়েছে। টঙ্গীবাড়ী থানা ওসি আলমগীর হোসাইন জানান, ধারনা করা হচ্ছে সন্ত্রাসী কর্মকান্ড পরিচালনার জন্য ওই দুই সন্ত্রাসী পরিকল্পনা করছিলো। গোপন সংবাদের ভিত্তিতে শাহিন সেখকে পুলিশ আটক করলেও তার সহযোগী আক্তার সেখ দৌড়ে পালিয়ে গেছে। তাদের বিরুদ্ধে টঙ্গীবাড়ী থানায় অস্ত্র আইনের ১৯ (ক) ধারায় মামলা রুজু হয়েছে যাহার নাম্বার ১১(৮)১৬।