খোলা বাজার২৪, মঙ্গলবার, ৯ আগস্ট ২০১৬: কুড়িগ্রামের রৌমারী উপজেলার দাঁতভাঙ্গা ইউনিয়নের খেতার চর সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ‘র গুলিতে এক বাংলাদেশী নিহত হয়েছে। নিহতের নাম নূরল আমিন (৩২)। সে রৌমারীর দাঁতভাঙ্গা ইউনিয়নের খেতারচর গ্রামের মোকছেদ আলীর পুত্র বলে জানা গেছে।বিজিবি ও স্থানীয়রা জানায়, মঙ্গলবার (৯ আগস্ট) রাত তিনটার দিকে ৪/৫ জনের একটি দল দাঁতভাঙ্গা সীমান্তে গরু আনতে গেলে ১০৫৪ আন্তর্জাতিক পিলারের নিকট ভারতীয় দ্বীপচর সীমান্তের ৫৭ ব্যাটালিয়ন বিএসএফ এর একটি টহল দল তাদের লক্ষ্য করে গুলি ছোড়ে। এতে নূরল আমীন এর গলার বাম পাশে গুলি লাগে। এই অবস্থায় নূরল আমিনকে বাড়িতে নিয়ে এলে ভোর চারটার দিকে তার মৃত্যু ঘটে।
রৌমারী থানার অফিসার ইনচার্জ (ওসি) এবিএম সাজেদুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।
বিজিবি ৩৫ ব্যাটালিয়নের দাঁতভাঙ্গা বিওপি কোম্পনী কমান্ডার আব্দুল আজিজ জানান, এ ঘটনার প্রেক্ষিতে বিএসএফ‘র সাথে মঙ্গলবার বিকেল ৫ টায় পতাকা বৈঠক আহ্বান করা হয়েছে।
রৌমারী থানার অফিসার ইনচার্জ (ওসি) এবিএম সাজেদুল ইসলাম জানান, নিহতের লাশ ময়না তদন্তের জন্য কুড়িগ্রাম মর্গে পাঠানোর ব্যবস্থা করা হয়েছে।