Thu. Mar 13th, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements

খোলা বাজার২৪, মঙ্গলবার, ৯ আগস্ট ২০১৬: হোসেন দিনাজপুর : দিনাজপুর সদর উপজেলার ৮নং শংকরপুর ইউনিয়নের আত্রাই নদীর ব্রীজ সংলগ্ন মোহনপুর গ্রামের মোছাঃ শাপলা আক্তার নিখোঁজ। কোতয়ালী থানায় অভিযোগ দায়ের।
দিনাজপুর সদর উপজেলার ৮নং শংকরপুর ইউনিয়নের আত্রাই নদীর ব্রীজ সংলগ্ন মোহনপুর গ্রামের মৃত: ইয়াছিন আলীর পুত্র মোঃ হামিদুল ইসলাম জানান, তার স্ত্রী মোছাঃ শাপলা আক্তার (২৩) নিখোঁজ হয়েছেন। তিনি জানান, আমি দোকানের মালামাল ক্রয় করা জন্য বাজারে যাওয়ায় লোকমুখে জানতে পারি গত ৬ আগষ্ট শনিবার বেলা ২ টার দিকে এক অপরিচিত এক মহিলার সাথে কথা বলতে বলতে বাসা থেকে বের হয়ে যায়। অদ্যবদি বাসায় ফিরেননি। আমার সাড়ে ৩ বছরের ১টি কন্যা সন্তান আজ তার মায়ের জন্য ছটপট করে কান্না করছে।
ইয়াছিন আলী আরো জানান, গত ৫ বছর পূর্বে জয়পুর হাট জেলার সদর থানার দূর্গাদহ গ্রামের মোঃ সিরাজুল ইসলাম (পদ্দ) এর কন্যা মোছাঃ শাপলা আক্তার এর সহিত বিবাহ বন্ধনে আবদ্ধ হয় এবং বর্তমানে তাদের সাড়ে ৩ বছরের ১টি কন্যা সন্তান রয়েছে। তিনি জানান, আমাদের বাসায় এমন কোন কিছুই হয় নি যে শাপলা আক্তার বাড়ী থেকে চলে যাবে। আত্মিয় স্বজনের বাসা বাড়ীসহ বিভিন্ন স্থানে না পেয়ে এব্যাপারে তিনি কোতয়ালী থানায় অভিযোগ দায়ের করেছেন। অভিযোগ নং- ৪০১, তারিখঃ ০৭-০৮-২০১৬ইং। এ ব্যাপারে কেউ তথ্য পেলে দিনাজপুর কোতয়ালী থানায় জানানোর জন্য অনুরোধ করেছেন তিনি।