খোলা বাজার২৪, মঙ্গলবার, ৯ আগস্ট ২০১৬: :জাতীয় বিশ্ব বিদ্যালয়ের অধীনে অনার্স, মাষ্টার এবং ডিগ্রি পরিক্ষার সময় সূচী ৪ ঘন্টার পরিবর্তে সাড়ে তিন ঘন্টা করার প্রতিবাদে মুন্সীগঞ্জ সরকারী হরগঙ্গা কলেজের শিক্ষার্থীরা ক্লাস বর্জন ও মানব বন্ধন কর্মসূচী পালন করেছে। মঙ্গলবার সকাল থেকে দূর্যোগপূর্ন আবহাওয়াকে উপেক্ষা করে জাতীয় বিশ্ব বিদ্যালয়ের অধিনস্ত সকল বিভাগের ছাত্র- ছাত্রীরা কলেজে উপস্থিত হন। কলেজের প্রশাসনিক ভবনের সামনে সকাল ১১টা থেকে ১২ টা পর্যন্ত ক্লাস বর্জন করে শিক্ষার্থীরা এ মানব বন্ধনে অংশ গ্রহন করেন। মানব বন্ধনে শিক্ষার্থীরা জাতীয় বিশ্ব বিদ্যালয়ের পরিক্ষার সময়সূচী পরিবর্তনের অযৌক্তিক সিন্ধান্ত থেকে সরে এসে পুনরায় ৪ ঘন্টার পরিক্ষাকে ৪ ঘন্টা করার দাবি জানান। শিক্ষার্থীদের এই দাবি ৭২ ঘন্টার মধ্যে না মানলে আগামী ১১ তারিখ থেকে আবারো আন্দোলনে যাবেন বলে বক্তব্য প্রদান করেন শিক্ষার্থী।
এ বিষয়ে সরকারী হরগঙ্গা কলেজের উপাধ্যক্ষ মোঃ সাহেদুল কবির বলেন, এ ব্যাপারে জাতীয় বিশ্ব বিদ্যালয় কর্তৃপক্ষ আমাদের কোন চিঠি প্রদান করেনি। এটা তাদের ওয়েব সাইটে প্রকাশ করেছে। জাতীয় বিশ্ব বিদ্যালয় যেভাবে বলবে সেভাবে আমরা পরিক্ষা নিব। জাতীয় বিশ্ব বিদ্যালযের এই সিন্ধান্তের বিরুদ্ধে আমাদের কিছু করার নেই।