খোলা বাজার২৪, মঙ্গলবার, ৯ আগস্ট ২০১৬: : সিরাজদিখানে গতকাল মঙ্গলবার বিকাল ৪টার দিকে থানা গেটের সামনে এসমাম হাওলাদার নামের এক ব্যাক্তিকে মোটর সাইকেল থামিয়ে চাঁদাবাজির অভিযোগ পাওয়া গেছে। ছিনতাইকারীদের মত ফাপর দিয়ে পুলিশ ১ হাজার টাকা আদায় করে তাকে ছেড়ে দেয়।
ভুক্তভোগী এসমাম জানান, সিরাজদিখান বাজারে আমার দোকান থেকে বাড়ি যাওয়ার পথে থানা গেটের সামনে আসলেই কনস্টেবল পান্নু হাত বারিয়ে দিয়ে মোটর সাইকেল থামিয়ে দেয়। এসময় পান্নু পাশে দাড়ানো এস আই তাজউদ্দিন আহমেদকে বলে স্যার এটেম টু মাডার। তাজউদ্দিন বলে তাকে ভীতরে নিয়ে যাও। থানার ভীতরে যাওয়ার পরে তাজউদ্দিন বলেন ১৫শত টাকা দেও। এ সময় ডিউটি অফিসার এস আই আরিফ বলে পকেটে হাত দাও। সাথে থাকা ১ হাজার টাকা দেওয়ার পরে মোটর সাইকেলের চাবি দিয়ে দেয়। চলে আসি।
এ ব্যাপারে তাজ উদ্দিন বলেন এগুলো মিথ্যা কথা। ডিউটি অফিসার আরিফ বলেন, এক পক্ষের কথা শুনলে তো হবে না ওকে আমার কাছে পাঠান।