খোলা বাজার২৪, মঙ্গলবার, ৯ আগস্ট ২০১৬: রহমান রাসেল,রংপুর: রংপুরের গঙ্গাচড়ায় ৬ষ্ট ধাপের ইউপি নির্বাচনে নির্বাচিত কোলকোন্দ ইউনিয়নের নবনির্বাচিত চেয়ারম্যান গতকাল দায়িত্ব গ্রহন করেছেন। দায়িত্ব গ্রহন উপলক্ষে কোলকোন্দ আব্দুস সামাদ উচ্চ বিদ্যালয় মাঠে নবনির্বাচিত চেয়ারম্যান সোহরাব আলী রাজুর সভাপতিত্বে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে বক্তব্য রাখেন আব্দুস সামাদ উচ্চ বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা ও বিশিষ্ট ব্যবসায়ী সমাজ সেবক আব্দুস সামাদ, ইউনিয়ন আওয়ামীলীগ সভাপতি দুলাল চৌদরী, অধ্যক্ষ রোকন উজ্জামান, ইউপি সচিব এরশাদ আলম শাহিন, সমাজ সেবক একরামুল হক, আওয়ামীলীগ নেতা মনোজ কুমার প্রমুখ। দায়িত্ব গ্রহন অনুষ্ঠানে নবনির্বাচিত সকল সদস-সদস্যা, ইউনিয়নের বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মী ও সকল শ্রেণী পেশার জনসাধারণ। উল্লেখ্য গত ৪ জুন ৬ষ্ট ধাপের ইউপি নির্বাচনে সোহরাব আলী রাজু কোলকোন্দ ইউনিয়নের চেয়ারম্যান নির্বাচিত হন এবং ২৮ জুন শপথ গ্রহন করেন।